তামিমের তালিতে টের পেলেন সাকিব

বল মিড অফে পাঠিয়ে দ্রুত রানটা নিয়েছিলেন সাকিব আল হাসান। আর দশটা রানের সঙ্গে তেমন কোনো পার্থক্য ছিল না তার কাছে। কিন্তু রানটার গুরুত্ব সম্পর্কে সবচেয়ে ভালো জানতেন সীমানার বাইরে অপেক্ষায় থাকা তামিম ইকবাল। সতীর্থের প্রতিক্রিয়া দেখেই সাকিব বুঝতে পারেন ওই রানে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটা তার হয়ে গেছে!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2017, 11:04 AM
Updated : 13 Jan 2017, 12:37 PM

তামিমের ২০৬ ছাড়িয়ে সাকিবের ২১৭ এখন বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানান, তামিমের রান আরেকটু বেশি ভেবেছিলেন তিনি।   

“আমি ভেবেছিলাম ওর রান ২১৪, ২০৬ নয়। কিন্তু এক রান নেওয়ার পর যখন দেখলাম তামিম তালি দিচ্ছে তখন ভাবলাম, ঠিক আছে...(হাসি)।”

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হওয়ায় টেস্টে সিরিজে ভীষণ চাপে ছিল বাংলাদেশ। সাকিব মনে মনে করেন, এমন একটি ইনিংস তার আর দলের খুব প্রয়োজন ছিল।   

“ওয়েলিংটনে দ্বিশতক পাওয়া আমার ও দলের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। দল আর নিজের জন্যও আমার ভালো খেলা জরুরি ছিল। সেটা করতে পেরে আমি খুশি।”