শততম টেস্টে আমলার শতক

ক্যারিয়ারে শততম টেস্টের মাইলফলক ছোঁয়ার দিনটিকে দারুণভাবে উদযাপন করলেন হাশিম আমলা। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে গত ১০ ইনিংসে কোনো অর্ধশতক না পাওয়ার হতাশা ঘোঁচালেন দুর্দান্ত এক শতক হাঁকিয়ে। সঙ্গে জেপি দুমিনির শতকে শ্রীলঙ্কার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2017, 05:54 PM
Updated : 12 Jan 2017, 09:54 PM

নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা দিন শেষে ৩ উইকেটে ৩৩৮ রান করেছে।

দিনের শুরুটা বেশ ভালো করেছিল অতিথিরা। ৪৫ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়ে দেয় তারা। স্টিভেন কুককে (১০) এলবিডব্লিউ করেন সিরিজে নিজের প্রথম উইকেট নেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ডিন এলগারকে (২৭) দিমুথ করুনারত্নের ক্যাচে পরিণত করেন লাহিরু কুমারা।

তৃতীয় উইকেটে ২৯২ রানের বড় জুটিতে প্রতিরোধ গড়েন দুমিনি ও দেশের অষ্টম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামা আমলা।

দিনের শেষ বেলায় কুমারের দ্বিতীয় শিকার হয়ে ফেরার আগে ১৫৫ রান করেন ষষ্ঠ শতক পাওয়া দুমিনি। তার ২২১ বলের ইনিংসটি ১৯টি চারে গড়া।

নাইটওয়াচম্যান অভিষিক্ত ডুয়ানে অলিভিয়েরকে নিয়ে বাকিটা সময় নির্বিঘ্নেই কাটিয়ে দেন আমলা। ১২৫ রানে অপরাজিত আছেন তিনি। টেস্টে এটা তার ২৬তম শতক।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অষ্টম ব্যাটসম্যান হিসেবে নিজের শততম টেস্টে শতক করলেন ৩৩ বছর বয়সী আমলা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৯০ ওভারে ৩৩৮/৩ (কুক ১০, এলগার ২৭, আমলা ১২৫, দুমিনি ১৫৫, অলিভিয়ের ০; কুমারা ২/৭৯, ম্যাথিউস ১/২৫)