ফিল্ডিংয়ে ভালো করার তাগিদ মুশফিকের

আফগানিস্তান, ইংল্যান্ডের পর নিউ জিল্যান্ডের বিপক্ষেও বাজে ফিল্ডিং খুব ভোগাচ্ছে বাংলাদেশ দলকে। টেস্ট সিরিজ শুরুর আগে সতীর্থদের প্রতিটি সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2017, 08:33 AM
Updated : 11 Jan 2017, 08:36 AM

বৃহস্পতিবার ওয়েলিংটনে প্রথম টেস্টে কেন উইলিয়ামসনের দলের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে এল ফিল্ডিং প্রসঙ্গ। সেখানে কোনো সুযোগ হাতছাড়া না করার প্রত্যয় জানালেন অধিনায়ক।   

“অবশ্যই ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা চাইব না টম ল্যাথাম, রস টেলর বা কেন উইলিয়ামসনকে সুযোগ দিতে। সব কটা সুযোগ লুফে নেওয়ার ব্যাপারটি আমাদের নিশ্চিত করতে হবে।”

স্লিপ ও গালির ফিল্ডারদের সবসময় তৎপর থাকার তাগিদ মুশফিকের কণ্ঠে।

“অবশ্যই স্লিপ, গালিতে ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ হবে। এই উইকেটে ক্যাচগুলি পেছনে আসার সম্ভাবনা বেশি। তো কিপার, গালি, স্লিপে আমরা যারা থাকি, তাদের দায়িত্ব বেশি।”

ফিল্ডাররা সুযোগ দুই হাতে কাজে লাগালে টেস্ট সিরিজে বাংলাদেশের ভালো করার সম্ভাবনাও বাড়বে।