নেটে ব্যাট করলেন তামিম-ইমরুল

বেসিন রিজার্ভে বাংলাদেশ দলের প্রথম অনুশীন। গা গরমের পর যখন শুরু হলো নেট সেশন, তামিম ইকবাল তখন ইতিউতি করছেন। ওপেনার হিসেবে শুরুর দিকেই নেটে যাওয়ার কথা তার। কাছে যেতেই দেখালেন, হাতে চোট পাওয়ার জায়গাটা ফুলে আছে এখনও।

ক্রীড়া প্রতিবেদক ওয়েলিংটন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2017, 05:08 AM
Updated : 10 Jan 2017, 05:08 AM

শেষের দিকে অবশ্য নেটে গেলেন তামিম। তবে বোলিং খেলেননি। স্রেফ কোচের থ্রো ডাউনে ব্যাট করেছেন বেশ কিছুক্ষণ। নেট শেষে ফেরার পথে আবারও গ্লাভস খুলে দেখালেন হাত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন তার চোটের অবস্থা।

“এখনও ফুলে আছে। নেটে ব্যাটিংয়ের পর মনে হলো আরেকটু ফুলেছে। ব্যথাও আছে একটু। ফোলা অবশ্য খুব বেশি সমস্যা না। ওই যে লাল হয়ে আছে জায়গাটা, ওখানেই সমস্যা। ওটার আশেপাশে লাগলে ব্যথা করছে।”

ফোলা ও ব্যথা থাকলেও নেটে ব্যাট যখন করেছেন, বোঝাই যাচ্ছে বড় কোনো সমস্যা নেই। টেস্টের আগে আরও একদিন সময় আছে। তামিমকে নিয়ে শঙ্কা তাই আছে কমই।

মাউন্ট মঙ্গানুইতে শেষ টি-টোয়েন্টিতে ক্যাচ ধরতে গিয়ে বাঁ হাতে চোট পেয়েছিলেন তামিম। ওই ম্যাচেই আরেকটি ক্যাচ নিতে গিয়ে সীমানার বাইরে ডিজিটাল বোর্ডের ওপর পড়ে হাঁটুতে চোট পেয়েছিলেন ইমরুল কায়েস। সেদিন ব্যাটিংয়ে নামেননি। তবে মঙ্গলবার বেসিন রিজার্ভের নেটে ব্যাট করেছেন ইমরুলও।

চোট পাওয়ার পর দুজনকেই ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এখন আর শঙ্কা নেই ততটা। নতুন করে কিছু না হলে বাংলাদেশের সফলতম টেস্ট জুটিই ওয়েলিংটন টেস্টে শুরু করবেন বাংলাদেশের ব্যাটিং।