মুশফিকদের সামনে উইন্ডিজকে পেছনে ফেলার সুযোগ

নিউ জিল্যান্ডের সফরের শুরুটা ভীষণ হতাশার বাংলাদেশের জন্য। সীমিত ওভারের ক্রিকেটে বিবর্ণ দলটির সামনে শেষটা রাঙিয়ে রাখার সুযোগ। মুশফিকুর রহিমদের সামনে ওয়েস্ট ইন্ডিজকে ছাপিয়ে যাওয়ার হাতছানি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2017, 09:01 AM
Updated : 9 Jan 2017, 10:46 AM

কেন উইলিয়ামসনদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হওয়া বাংলাদেশ সফর শেষ করবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। যে কোনো একটিতে জিতলেই আইসিসি টেস্ট দলের র‌্যাঙ্কিংয়ে জেসন হোল্ডারের দলকে ছাড়িয়ে যাবে তারা। দুই ম্যাচ ড্র করলেও নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আট নম্বরে উঠবে মুশফিকুর রহিমের দল।

সিরিজ শুরুর আগে ৯৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে নিউ জিল্যান্ড। ৬৫ পয়েন্ট নিয়ে নয় নম্বরে বাংলাদেশ। ৬৯ পয়েন্ট নিয়ে তাদের চেয়ে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

আগামী বৃহস্পতিবার ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট। ২০ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট।

২-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৭৯, নিউ জিল্যান্ডের পয়েন্ট হবে ৯১। ১-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৭৬, স্বাগতিকদের ৯২।

১-১ ব্যবধানে ড্র করতে পারলে ৫ পয়েন্ট পাবে মুশফিকের দল, ২ পয়েন্ট করবে উইলিয়ামসনদের।

১-০ ব্যবধানে হারলে পয়েন্ট আছে যা তাই থাকবে বাংলাদেশের, ১ পয়েন্ট পাবে স্বাগতিকরা। টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশড হলে ৩ পয়েন্ট হারাবে বাংলাদেশ, ৯৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে যাবে নিউ জিল্যান্ড।