জাতীয় লিগেও উজ্জ্বল জায়েদ

আকিব জাভেদ গত অগাস্টেই বাংলাদেশের সম্ভাবনাময় পেসার হিসেবে বলেছিলেন আবু জায়েদের কথা। তার পর থেকে যেন উড়ছেন এই তরুণ। বিপিএলে দারুণ বোলিংয়ের পর এবার জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন এই ডানহাতি পেসার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2017, 12:54 PM
Updated : 7 Jan 2017, 03:40 PM

ঢাকা ডায়নামাইটসের বিপিএলের শিরোপা জয়ে দারুণ অবদান ছিল জায়েদের। ২৩ বছর বয়সী পেসার ১৪.১১ গড়ে ৯ উইকেট নিয়েছিলেন। ওভার প্রতি রান দিয়েছেন ৫.২৫ করে।

২০১১-১২ মৌসুমটা প্রথম শ্রেণির ক্রিকেটে স্বপ্নের মতো কেটেছে জায়েদের। ক্যারিয়ার সেরা ৬/২৫ বোলিংটা তখনই করা। সেবার ১৬.৮৫ গড়ে নিয়েছিলেন ৩৫ উইকেট, পাঁচ উইকেট তিনবার।

পরের মৌসুমটা খুব একটা ভালো কাটেনি। ২০১৩-১৪ মৌসুমে আবার নিজেকে মেলে ধরেন। সেবার ২৬.৭৮ গড়ে নেন ২৩ উইকেট। পরের দুই মৌসুমে ছিলেন বিবর্ণ, একবারও মেলেনি পাঁচ উইকেটের দেখা।

২০১৬-১৭ মৌসুমে ফিরলেন সেরা ছন্দে। এবার ১৮.২০ গড়ে নিলেন ২৯ উইকেট, সেরা ৬/৪৮। চারবার পেলেন পাঁচ উইকেট।    

বরিশালের বাঁহাতি স্পিনার মনির হোসেন ২৬.৪১ গড়ে নেন ২৪ উইকেট। স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তারই, সেরা ৬/৬৬। এবার তিনবার পাঁচ উইকেট নেন ২৭ বছর বয়সী এই বোলার।

রংপুরের বাঁহাতি অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ ১৯.০৪ গড়ে নেন ২৩ উইকেট। এবারের আসরে ইনিংসে সেরা বোলিং তারই - ৭/৪৫।

৪ ম্যাচ খেলে ১৯.১৩ গড়ে ২৩ উইকেট নিয়েছেন খুলনার আল আমিন হোসেন। জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা এই পেসারের ৯/৮০ এই আসরের ম্যাচ সেরা বোলিং। ২৩.৯১ গড়ে ২৩ উইকেট পেয়েছেন রাজশাহীর অলরাউন্ডার ফরহাদ রেজা।

রাজশাহীর মামুন হোসেন ২০.০ গড়ে ১২ উইকেট পেয়েছেন। তরুণ পেসার মোহাম্মদ সাদ্দাম ১৭.৪০ গড়ে নিয়েছেন ২০ উইকেট।

২৫.২৭ গড়ে ১৮ উইকেট নিয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। জাতীয় দলের ফেরার লড়াইয়ে থাকা সোহাগ গাজী ৬৮.০৯ গড়ে নিয়েছেন ১১ উইকেট। এই অফ স্পিনারের স্ট্রাইক রেট ১৩১.১!

আট ইনিংসে বল করে একবারও পাঁচ উইকেট পাননি সোহাগ। ইনিংস সেরা ৩/৫৩, ম্যাচ সেরা ৪/১০৩।

বাঁহাতি স্পিনার আরাফাত সানি ৩৮.২০ গড়ে নিয়েছেন ১০ উইকেট, ইনিংস সেরা ৪/১৪৯।

লেগ স্পিনার জুবায়ের হোসেন খেলেছেন দুই ম্যাচ। বৃষ্টির জন্য এক ম্যাচে বোলিংয়ের সুযোগ মেলেনি। অন্য ম্যাচে ১৩ ওভারে ৭৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এরপর আর মাঠে নামা হয়নি এই তরুণের।

জাতীয় ক্রিকেট লিগের সেরা পাঁচ বোলার:

নাম

দল

ইনিংস

উইকেট

ইনিংস সেরা

ম্যাচ সেরা

গড়

স্ট্রাইক রেট

আবু জায়েদ

সিলেট

১১

২৯

৬/৪৮

৯/১২৫

১৮.২০

৩২.৪

মনির হোসেন

বরিশাল

২৪

৬/৬৬

৮/১১৬

২৬.৪১

৫৪

সোহরাওয়ার্দী শুভ

রংপুর

২৩

৭/৪৫

৮/৯১

১৯.০৪

৪৩.১

আল আমিন হোসেন

খুলনা

২৩

৬/৪১

৯/৮০

১৯.১৩

৩৭

ফরহাদ রেজা

রাজশাহী

১০

২৩

৫/৯১

৭/১৫১

২৩.৯১

৪৮.১