অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে লিন, স্ট্যানলেক

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান ক্রিস লিন। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে আরেক নতুন মুখ তরুণ পেসার বিলি স্ট্যানলেক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2017, 08:47 AM
Updated : 7 Jan 2017, 08:50 AM

ছন্দ হারিয়ে বাদ পড়েছেন জর্জ বেইলি ও অ্যারন ফিঞ্চ। শেষ ১০ ম্যাচে বেইলির অর্ধশতক একটি। উদ্বোধনী ব্যাটসম্যান ফিঞ্চ শেষ ১৮ ইনিংসে পঞ্চাশ ছুঁয়েছেন চারবার।

নিউ জিল্যান্ডে চ্যাপেল-হ্যাডলি ট্রফি ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে নজর রেখে দল গোছাচ্ছে অস্ট্রেলিয়া। ২০০৬ ও ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল দেশটি।

৭টি টি-টোয়েন্টিতে ২২ বছর বয়সী স্ট্যানলেক নজর কেড়েছেন গতি দিয়ে।

লিন দেশের হয়ে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন। ডানহাতি আক্রমণাত্মক এই ব্যাটসম্যান টি-টোয়েন্টির পারফরম্যান্স দিয়েই ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন।

আগামী ১৩ জানুয়ারি ব্রিজবেনে হবে সিরিজের প্রথম ওয়ানডে।

ওয়ানডের অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, জেমস ফকনার, জশ হেইজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাওয়াজা, ক্রিস লিন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, অ্যাডাম জ্যাম্পা।