র‌্যাঙ্কিংয়ে ২ ধাপ পেছাল পাকিস্তান

অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হেরে ৫ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে নেমে গেছে মিসবাহ-উল-হকের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2017, 08:06 AM
Updated : 7 Jan 2017, 03:40 PM

অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার সমান ১০২ পয়েন্ট ছিল পাকিস্তানের। ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে ছিল মিসবাহর দলই। টানা তিন ম্যাচ হারা দলটিকে পেছনে ফেলে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড (১০১)।    

অস্ট্রেলিয়া সিরিজ শেষে পাকিস্তানের পয়েন্ট ৯৭। তাদের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে আছে নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা।

এর আগে নিউ জিল্যান্ডেও দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারা পাকিস্তান হেরেছে টানা ৬ টেস্ট।

গত বছর জুলাই-অগাস্টে ইংল্যান্ডের সঙ্গে ২-২ ব্যবধানে ড্রয়ের পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিল পাকিস্তান। এরপর থেকে দলটি কেবল পিছিয়েই যাচ্ছে।

শীর্ষে থাকা ভারতের (১২০) সঙ্গে ব্যবধান কমিয়েছে অস্ট্রেলিয়া (১০৯)।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ আছে স্টিভেন স্মিথের দলের সঙ্গে পয়েন্ট পার্থক্য কমানোর। ৩-০ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ১০৭। ২-০ ব্যবধানে জিতলে ১০৫, শেষ টেস্ট হেরে গেলেও তাদের পয়েন্ট হবে ১০৪।

৬৫ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে বাংলাদেশ। আট নম্বর দল ওয়েস্ট ইন্ডিজ (৬৯) খুব বেশি এগিয়ে নেই।