ইনিংস ব্যবধানে ঢাকার জয়

ঢাকার বিপক্ষে চতুর্থ দিন মাত্র এক ঘণ্টা টিকছে বরিশালের দ্বিতীয় ইনিংস। সালমান হোসেন ছাড়া আর কেউ এদিন দাঁড়াতে না পারায় ইনিংস ও ৭৮ রানের বড় ব্যবধানে হেরেছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2017, 07:18 AM
Updated : 6 Jan 2017, 10:02 AM

এই জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে জাতীয় ক্রিকেট লিগ শেষ করেছে মোহাম্মদ শরীফের দল। ঢাকা মেট্রোকে হারিয়ে আগের দিনই টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করে খুলনা (৫৮)।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার প্রথম স্তরের ম্যাচে ৪ উইকেটে ২৫৯ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে বরিশাল।

আগের দুই অপরাজিত সোহাগ গাজী ও আল আমিন জুনিয়র দ্রুত ফিরে যান। শেষ ৫ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যান কেবল সালমান (৪৬)। নবম ব্যাটসম্যান হিসেবে তার বিদায়ের পর ৩২১ রানে গুটিয়ে যায় বরিশাল।

ঢাকার দেওয়ান সাব্বির ও নাজমুল ইসলাম ৩টি করে উইকেট নেন। তাইবুর রহমান ও মোশাররফ হোসেন নেন ২টি করে উইকেট।

ঢাকার একমাত্র ইনিংসে ক্যারিয়ার সেরা ২৪২ রানের দারুণ ইনিংস খেলা তাইবুর জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ১ম ইনিংস: ৫৮৮/৬ ইনিংস ঘোষণা

বরিশাল ১ম ইনিংস: ১৮৯

বরিশাল ২য় ইনিংস: ৮৪.৫ ওভারে ৩২১ (শাহরিয়ার ১০৪, শাহিন ২৪, মাহমুদ ৪৫, জাকারিয়া ২৮, আল আমিন জুনিয়র ৩৭, সোহাগ ১৭, সালমান ৪৬, মনির ০, মইন ৫, ইসলামুল ৪, তৌহিদ ০*; সাব্বির ৩/২৫, নাজমুল ৩/৯৩, তাইবুর ২/৩০, নাজমুল ২/৫১)

ফল: ঢাকা ইনিংস ও ৭৮ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: তাইবুর রহমান।