মাইশুকুরের শতকে রাজশাহীর লড়াই

দিনের শুরু আর শেষে কুয়াশার দাপট, মাঝখানে যে ৬৩ ওভার খেলা হল তাতে আলো ঝলমলে এক ইনিংস খেলেছেন মাইশুকুর রহমান। তার ষষ্ঠ শতকে রংপুরের বিপক্ষে লড়ছে রাজশাহী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2017, 01:09 PM
Updated : 5 Jan 2017, 01:17 PM

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে রাজশাহীর সংগ্রহ ৩ উইকেটে ৩১৩ রান। মাইশুকুর ১৪৯ ও অধিনায়ক জহুরুল ইসলাম ৪১ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ১০৪ রানের জুটি গড়েছেন এই দুই জনে।

২০০ বলে খেলা মাইশুকুরের দারুণ ইনিংসটি ১৫টি চার ও ২টি ছক্কায় গড়া।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে ১ উইকেটে ৪২ রান নিয়ে দিন শুরু করে রাজশাহী। তখনও ১১৮ রানে পিছিয়ে তারা।

মাইশুকুর-জুনায়েদ সিদ্দিকের ১৮১ রানের জুটিতে দ্বিতীয় ইনিংসে লিড নেয় রাজশাহী। ৬৮ রান করা জুনায়েদকে এলবিডব্লিউ করে রাজশাহীর প্রতিরোধ ভাঙেন নাসির হোসেন। ফরহাদ হোসেনকে দ্রুত ফিরিয়ে দেন মাহমুদুল হাসান। তবে মাইশুকুর-জহুরুল দিনের বাকি সময়টুকু নিরাপদে কাটিয়ে দেন।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী ১ম ইনিংস: ১৯১

রংপুর ১ম ইনিংস: ৩৫১

রাজশাহী ২য় ইনিংস: ৭২ ওভারে ৩১৩/৩ (মাইশুকুর ১৪৯*, মিজানুর ১, জুনায়েদ ৬৮, ফরহাদ ২৮, জহুরুল ৪১*; মাহমুদুল ১/১৪, নাসির ১/৪৩, সাজেদুল ১/৪৯)