শাহরিয়ারের শতকে বরিশালের লড়াই

ফলোঅনে পড়া বরিশালকে দ্বিতীয় ইনিংসে পথ দেখিয়েছেন শাহরিয়ার নাফীস। তার শতকে ম্যাচ বাঁচাতে লড়ছে প্রথম স্তরে টিকে যাওয়া দলটি। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2017, 12:16 PM
Updated : 5 Jan 2017, 01:16 PM

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষে বরিশালের সংগ্রহ ৪ উইকেটে ২৫৯ রান। আল আমিন জুনিয়র ৩২ ও সোহাগ গাজী ১৬ রানে ব্যাট করছেন। ঢাকাকে আবার ব্যাটিংয়ে পাঠাতে আরও ১৪০ রান চাই দলটির।

৩৯৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বরিশালকে ভালো সূচনা এনে দেন শাহরিয়ার ও শাহিন হোসেন। ৫৩ রানের উদ্বোধনী জুটির পর ফজলে মাহমুদের সঙ্গে ৯২ রান যোগ করেন শাহরিয়ার।

দলের সংগ্রহ দুইশ’ ছোয়ার পর ফিরেন প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বাদশ শতক পাওয়া শাহরিয়ার (১০৪)। বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যানের ১৪৩ বলের ইনিংসটি গড়া ১৬টি চারে।

এরপর জাকারিয়া মাসুদ ফিরে গেলেও দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন আল আমিন জুনিয়র ও সোহাগ।  

ঢাকার দুই বাহাতি স্পিনার মোশাররফ হোসেন ও নাজমুল ইসলাম দুটি করে উইকেট নেন।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ৬ উইকেটে ১০১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বরিশাল। সালমান হোসেনের প্রতিরোধের পরও ১৮৯ রানে গুটিয়ে যায় দলটির প্রথম ইনিংস।

৫৩ রানে ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসে ঢাকার সেরা বোলার শাহাদাত। মোশাররফ ৩ উইকেট নেন ৪৬ রানে।

৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে সবার নিচে থাকা ঢাকা মেট্রো দ্বিতীয় স্তরে নিচে গেছে। বরিশালের ষষ্ঠ ম্যাচ এখনও শেষ হয়নি। তবে ৩২ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকায় প্রথম স্তরে টিকে গেছে দলটি।

ঢাকা ১ম ইনিংস: ৫৮৮/৬ ইনিংস ঘোষণা।

বরিশাল ১ম ইনিংস: ৩৯.৫ ওভারে ১৮৯ (শাহরিয়ার ৯, শাহিন ০, মাহমুদ ৩, জাকারিয়া ৮, আল আমিন জুনিয়র ৩৪, সোহাগ ২৫, মনির ২৩, সালমান ৪৭, মই ১৮, ইসলামুল ৯, তৌহিদ ৯*; শাহাদাত ৪/৫৩, মোশাররফ ৩/৪৬, শরীফ ২/৪২, নাজমুল ‌১/৩৩)

বরিশাল ২য় ইনিংস: ৭০ ওভারে ২৫৯/৪ (শাহরিয়ার ১০৪, শাহিন ২৪, মাহমুদ ৪৫, জাকারিয়া ২৮, আল আমিন জুনিয়র ৩২*, সোহাগ ১৬*; মোশাররফ ২/৫১, নাজমুল ২/৬৬)