রাবাদার দারুণ বোলিংয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

ম্যাচ বাঁচানো বা জেতা দুইটাই ছিল শ্রীলঙ্কার জন্য ভীষণ কঠিন। কেপ টাউন টেস্টে তার কোনোটারই ধারে কাছে যেতে পারেনি অতিথিরা। কাগিসো রাবাদার দারুণ বোলিংয়ে চতুর্থ দিনের প্রথম সেশনেই জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে সিরিজও নিশ্চিত হয়েছে ফাফ দু প্লেসির দলের। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2017, 10:53 AM
Updated : 5 Jan 2017, 10:54 AM

দ্বিতীয় টেস্টে দলকে ২৮২ রানের জয় এনে দিতে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ ও দ্বিতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট নেন রাবাদা।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

নিউল্যান্ডসের সবুজ উইকেটে ৫০৭ রানের বিশাল লক্ষ্য দেওয়া দক্ষিণ আফ্রিকা আগের দিনই তুলে নেয় অতিথিদের চার উইকেট। বৃহস্পতিবার বাকি ৬ উইকেট তুলে নিতে লেগেছে মাত্র ২২ ওভার।

পরিস্থিতি অনুযায়ী খেলার চেয়ে লঙ্কান ব্যাটসম্যানরা যেন বাজে শট খেলার প্রতিযোগিতায় নেমেছিলেন। তার পুরো সুবিধা কাজে লাগিয়েছেন রাবাদা।

দিনেশ চান্দিমালকে ফিরিয়ে লঙ্কানদের প্রতিরোধ ভাঙেন এই তরুণ ডানহাতি পেসার। পরের ওভারে জোড়া আঘাতে ফিরিয়ে দেন উপুল থারাঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। সর্বোচ্চ ৪৯ রান করা অধিনায়কের ৮২ বলের ইনিংসটি গড়া ৮টি চারে।

১৭৮ রানে ৮ উইকেট হারানো শ্রীলঙ্কাকে ২২৪ রান পর্যন্ত নিয়ে যান রঙ্গনা হেরাথ। চারটি চারে ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি।

৫৫ রানে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার রাবাদা। এর আগে প্রথম ইনিংসে ৩৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।  

প্রথম ইনিংসে ২৭ রানে ৪ উইকেট নেওয়া ভার্নন ফিল্যান্ডার দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন ৪৮ রানে।

আগামী ১২ জানুয়ারি জোহানেসবার্গে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩৯২

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১১০

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ২২৪/৭ ইনিংস ঘোষণা

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৬২ ওভারে ২২৪ (করুনারত্নে ৬, সিলভা ২৯, মেন্ডিস ৪, ডি সিলভা ২২, ম্যাথিউস ৪৯, চান্দিমাল ৩০, থারাঙ্গা ১২, হেরাথ ৩৫*, লাকমল ১০, কুমারা ৯, প্রদিপ ৫; অ্যাবট ০/৪৬, ফিল্যান্ডার ৩/৪৮, রাবাদা ৬/৫৫, মহারাজ ১/৬৪)

সিরিজ: তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে এগিয়ে।