বাংলাদেশের বিপক্ষে নিউ জিল্যান্ডের টেস্ট দলে টেইলর, বোল্ট

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিউ জিল্যান্ড দলে এসেছেন রস টেইলর। গত ডিসেম্বরে চোখের অস্ত্রোপচারের জন্য অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলা হয়নি এই মিডলঅর্ডার ব্যাটসম্যানের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2017, 06:51 AM
Updated : 5 Jan 2017, 01:25 PM

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টেইলরের বদলে দলে আসা ডিন ব্রাউনলি ১৩ সদস্যের দলে জায়গা ধরে রেখেছেন।

অস্ত্রোপচারের আগে খেলা শেষ টেস্টে শতক পেয়েছিলেন টেইলর। ছন্দটা ধরে রেখেছেন সুস্থ হয়ে মাঠে ফিরেও। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে সুপার স্ম্যাশে ৮০ ও অপরাজিত ৮২ রানের দুটি ইনিংস খেলেছেন তিনি।

হাঁটুর চোটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে না খেলা পেসার ট্রেন্ট বোল্ট ফিরেছেন দলে। সেই ম্যাচে তার বিকল্প হিসেবে দলে আসা ডগ ব্রেসওয়েলের জায়গা হয়নি বাংলাদেশের বিপক্ষে সিরিজে। বোল্টের সঙ্গে পেসার হিসেবে আছেন টিম সাউদি, নিল ওয়াগনার ও ম্যাট হেনরি।

স্বাগতিক দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার মিচেল স্যান্টনার। বাদ পড়েছেন লেগ স্পিনার টড অ্যাস্টল।

১২ জানুয়ারি ওয়েলিংটনে প্রথম এবং ২০ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

টেস্টের নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডিন ব্রাউনলি, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক)।