ফতুল্লায় বোলারদের দাপট

ডলার মাহমুদের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে ২০৭ রানে অলআউট হয়ে গেছে খুলনা। জবাব দিতে নেমে স্বস্তিতে নেই ঢাকা মেট্রোও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2017, 01:46 PM
Updated : 3 Jan 2017, 02:38 PM

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের প্রথম দিনের খেলা শেষে ঢাকা মেট্রোর সংগ্রহ ৩ উইকেটে ৩৭ রান। শামসুর রহমান ১৪ ও মেহরাব হোসেন জুনিয়র ১ রানে ব্যাট করছেন।

শুরুতেই সাদমান ইসলামকে বিদায় করেন আশিকুজ্জামান। জিয়াউর রহমানের বলে মোহাম্মদ মিঠুনকে ক্যাচ দেন আসিফ আহমেদ। দুই অঙ্কে যেতে পারেননি অধিনায়ক মার্শাল আইয়ুব।

এর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম স্তরের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় খুলনা।

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যে ৬২ রানের ভালো একটি ইনিংস খেলেন এনামুল হক। মোহাম্মদ মিঠুন ফিরেন ৩৬ রান করে। শেষের দিকে অধিনায়ক আব্দুর রাজ্জাকের দৃঢ়তায় দুইশ’ পার হয় খুলনার সংগ্রহ। রাজ্জাক অপরাজিত থাকেন ৩৪ রানে।

৫৩ রানে ৫ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর সেরা বোলার ডলার। দুটি করে উইকেট নেন আবু হায়দার ও আরাফাত সানি।

পঞ্চম রাউন্ড শেষে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে খুলনা। দ্বিতীয় স্থানে থাকা ঢাকার পয়েন্ট ৩৭।

৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা বরিশালকে পেছনে ফেলে প্রথম স্তরে টিকে থাকতে লড়ছে ঢাকা মেট্রো। মার্শালের দলের পয়েন্ট ২৪।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা ১ম ইনিংস: ৬১.৪ ওভারে ২০৭ (মেহেদী ২, হাসান ১২, এনামুল ৬২, মিঠুন ৩৬, ইফতেখার ১২, জিয়া ০, নাহিদ ৪, রাজ্জাক ৩৪*, আশিক ১০, আল আমিন ০; ডলার ৫/৫৩, হায়দার ২/৪৪, সানি ২/৬১, শরিফ ১/৩৬)

ঢাকা ১ম ইনিংস: ১১ ওভারে ৩৭/৩ (শামসুর ১৪, সাদমান ০, আসিফ ১২, মার্শাল ৩, মেহরাব জুনিয়র ১*; জিয়া ১/৩, আশিক ১/১২, আল আমিন ১/১৫)