ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে মুস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2017 04:31 PM BdST Updated: 01 Jan 2017 08:39 PM BdST
নিউ জিল্যান্ডের ওয়ানডে সিরিজে ভালো বোলিংয়ে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছেছেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারা সিরিজে দুটি ম্যাচে খেলেন চোট থেকে ফেরা মুস্তাফিজ। ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে ৬২ রানে ২টি আর নেলসনে তৃতীয় ওয়ানডেতে ৩২ রানে ২টি উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়েছেন তিনি।
ওয়ানডে বোলারদের শীর্ষে রয়েছেন ট্রেন্ট বোল্ট। ছয় নম্বরে রয়েছেন এই সংস্করণে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সাকিব আল হাসান।
পেসার তাসকিন আহমেদ আট ধাপ এগিয়ে ৭৮তম স্থানে আছেন।
ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পাওয়া তরুণ মোসাদ্দেক ৩৭ ধাপ এগিয়ে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৩৩ স্থানে উঠে এসেছেন।
বাংলাদেশ ৩-০ ব্যবধানে হেরে পয়েন্ট খুইয়েছে। তবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। ৯৫ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা মাশরাফি বিন মুর্তজার দল ৯১ পয়েন্ট নিয়ে সাত নম্বরেই আছে। আট নম্বরে থাকা পাকিস্তানের (৮৯) সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান নেমে এসেছে ২-এ।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়