বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ব্রুম

আগের ম্যাচে অপরাজিত শতক করেছিলেন নিল ব্রুম, পরের ম্যাচে করলেন ৯৭ রান। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মার্টিন গাপটিলের বিকল্প খুঁজতে তাই দূরে যেতে হল না নিউ জিল্যান্ডকে। ছন্দে থাকা এই মিডলঅর্ডার ব্যাটসম্যানকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে নিয়েছে স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2016, 10:53 AM
Updated : 31 Dec 2016, 10:53 AM

শনিবার নেলসনের স্যাক্সটন ওভালে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান গাপটিল। পরে বোর্ড জানায়, টি-টোয়েন্টি সিরিজে খেলা হবে না এই উদ্বোধনী ব্যাটসম্যানের। চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

এক বিবৃতিতে নিউ জিল্যান্ডের কোচ মাইক হেসন জানান, তাদের একজন অক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যানের বিকল্প দরকার ছিল। টি-টোয়েন্টিতে ব্রুমের ইনিংস উদ্বোধনের অভিজ্ঞতা আর বর্তমান ছন্দে তৈরি বিকল্প পেয়ে গেছেন তারা।

“সাদা বলে মার্টিন ফিল্ডিংয়ে আমাদের নেতৃত্বও দিত। তাই আমরা আশা করছি, নিল এই ক্ষেত্রেও বড় অবদান রাখবে।”

আগামী মঙ্গলবার নেপিয়ারে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি।

রস টেইলরের চোখের সমস্যার জন্য হঠাৎ করেই ওয়ানডে দলে ডাক পান ব্রুম। গাপটিলের চোটে এবার টি-টোয়েন্টিতেও নিজেকে প্রমাণের সুযোগ পেলেন তিনি।