বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে জিতান প্যাটেল

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অনিয়মিত অফ স্পিনার কেন উইলিয়ামসন সাফল্য পাওয়ায় পর শেষ ম্যাচের জন্য বিশেষজ্ঞ অফ স্পিনার জিতান প্যাটেলকে দলে নিয়েছে নিউ জিল্যান্ড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2016, 11:40 AM
Updated : 31 Dec 2016, 02:47 AM

২০০৯ সালে দেশের হয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন প্যাটেল।
 
৬৭ রানে জেতা দ্বিতীয় ওয়ানডেতে ২২ রানে ৩ উইকেট নিয়েছিলেন অধিনায়ক উইলিয়ামসন।
 
বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যানদের কথা মাথায় রেখে ৩৬ বছর বয়সী প্যাটেলকে ডেকেছে স্বাগতিকরা।
 
মার্ক ক্রেগের চোটে গত সেপ্টেম্বরেই ভারত সফরে প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরেন প্যাটেল। সেই সিরিজের পর থেকে দারুণ ছন্দে আছেন এই অফ স্পিনার। নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপারস্ম্যাশে ৮ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট।
 
প্যাটেল নিউ জিল্যান্ড দলে দ্বিতীয় বিশেষজ্ঞ স্পিনার। বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার এখন দলটির স্পিন আক্রমণের নেতৃত্বে।