মিনহাজুল, তামিমের পাশে তাসামুল

দৃঢ়তাভরা দুটি ইনিংস খেলে মিনহাজুল আবেদীন ও তামিম ইকবালের কীর্তি ছুয়েছেন তাসামুল হক। চট্টগ্রামের হয়ে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে জোড়া শতক করেছেন এই তরুণও। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2016, 10:56 AM
Updated : 30 Dec 2016, 12:50 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১০৪ ও অপরাজিত ১০০ রানের দুটি দারুণ ইনিংস খেলেন ২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান তাসামুল।

এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৭ ম্যাচ খেলে ১১বার তিন অঙ্কের দেখা পেয়েছেন তাসামুল। সর্বশেষ শতকটি পাওয়ার পথে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ইয়াসির আলীর সঙ্গে ২০৩ রানের জুটি গড়েন এই তরুণ।  

চট্টগ্রামের হয়ে জাতীয় ক্রিকেট লিগে খেললেও তাসামুলের জন্ম ঢাকায়। তার ব্যাটিংয়ের ধরন বড় দৈর্ঘ্যের ক্রিকেটের সঙ্গেই বেশ মানানসই। চলতি বছরটি লিস্ট ‘এ’ ক্রিকেটেও ভালো খেলেছেন। কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে এবারই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পেয়েছেন নিজের প্রথম শতকের দেখা।

তামিম ইকবাল, মুমিনুল হকের অনুপস্থিতিতে চট্টগ্রামের সবচেয়ে বড় ব্যাটিং ভরসা তিনিই। আগের চার রাউন্ডে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। দুবার পৌঁছান অর্ধশতকে, কোনোবারই ৬০ পর্যন্ত যেতে পারেননি। তবে পঞ্চম রাউন্ডে নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। 

অনূর্ধ্ব-১৯ দলে তাসামুলের সতীর্থ মুমিনুল হক, এনামুল হক, সাব্বির রহমান, আবুল হাসান, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, নুরুল হাসানরা এরই মধ্যে পেয়েছেন জাতীয় দলের স্বাদ। জাতীয় দলে এখনও তাসামুলের জন্য অনেক দূরের পথ। তবে সতীর্থদের মতো সামর্থ্যটা আছে তারও।

তাইজুল নেই কিন্তু রাজশাহীর বোলিং আক্রমণ দুর্বল নয়। ফরহাদ রেজা, মুক্তার আলী ছিলেন পেস বোলিংয়ে। সাকলান সজীবন-সানজামুল ইসলামের উপস্থিতিতে স্পিন আক্রমণও বেশ শক্তিশালী।

২০০১-০২ মৌসুমে ময়মসিংহে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবেই প্রথম শ্রেণির ক্রিকেটে দুই ইনিংসে শতক করেছিলেন মিনহাজুল। বর্তমান সময়ে প্রধান নির্বাচক ২১০ রানের পর করেছিলেন ১১০।

২০১২-১৩ মৌসুমে বগুড়ায় ঢাকা মেট্রোর বিপক্ষে ১৯২ ও অপরাজিত ১১৩ রান করেছিলেন তামিম। ১০৭ ও অপরাজিত ১১৫ রান করেছিলেন তিনি।

তাসামুলের আগে বাংলাদেশের সাত ব্যাটসম্যান জাতীয় ক্রিকেট লিগে করেছেন জোড়া শতক। সর্বশেষ এই কৃতিত্ব ছিল মার্শাল আইয়ুবের। গত মৌসুমে মিরপুরে খুলনার বিপক্ষে  

জাতীয় লিগে জোড়া শতক :

ব্যাটসম্যান

রান

ম্যাচ

ভেন্যু

মৌসুম

মিনহাজুল আবেদীন

২১০ ও ১১০

চট্টগ্রাম-ঢাকা

ময়মনসিংহ

২০০১-০২

শাহিন হোসেন

১১৯* ও ১১০*

বরিশাল-চট্টগ্রাম

চট্টগ্রাম

২০০৪-০৫

জাভেদ ওমর বেলিম

১০৬ ও ১৫১

ঢাকা-বরিশাল

ধানমন্ডি

২০০৫-০৬

মোহাম্মদ মিঠুন

১০৯ ও ১০০

খুলনা-সিলেট

চট্টগ্রাম

২০১১-১২

তামিম ইকবাল

১৯২ ও ১১৩*

চট্টগ্রাম-ঢাকা মেট্রো

বগুড়া

২০১২-১৩

ইমরুল কায়েস

১৬৬ ও ১২৭*

খুলনা-বরিশাল

বিকেএসপি

২০১৪-১৫

মার্শাল আইয়ুব

১০৭ ও ১১৫*

ঢাকা মেট্রো-খুলনা

মিরপুর

২০১৫-১৬

তাসামুল হক

১০৪ ও ১০০*

চট্টগ্রাম-রাজশাহী

চট্টগ্রাম

২০১৬-১৭