শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দ. আফ্রিকা

৫ উইকেট হাতে নিয়ে পঞ্চম ও শেষ দিন লড়াই করতে পারলো না শ্রীলঙ্কা। প্রথম ঘণ্টার পরপরই অতিথিদের গুটিয়ে পোর্ট এলিজাবেথে দারুণ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2016, 09:55 AM
Updated : 30 Dec 2016, 09:58 AM

প্রথম টেস্টে ২০৬ রানের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার ৫ উইকেটে ২৪০ রান নিয়ে সেন্ট জর্জেস পার্কে দিন শুরু করে শ্রীলঙ্কা। অতিথিরা তাকিয়ে ছিল আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনাঞ্জয়া ডি সিলভার দিকে। তেমন কিছু করতে পারেননি তারা, বেশি দূর এগোতে পারেনি দলও।

ম্যাচ বাঁচানোর লড়াইয়ে শুরুতেই অতিথিরা বড় ধাক্কা খায় অধিনায়কের বিদায়ে। ১ রান যোগ করেই কাইল অ্যাবটের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ম্যাথিউস।

লঙ্কানদের আরেক ভরসা ডি সিলভাকেও ফেরান অ্যাবট। দারুণ এক ফিরতি ক্যাচ নিয়ে রঙ্গনা হেরাথকে বিদায় করেন ভার্নন ফিল্যান্ডার।

আগের দিন ২ উইকেট নেওয়া পেসার কাগিসো রাবাদা শূন্য রানে বিদায় করেন দুশমন্থ চামিরাকে। প্রথম ঘণ্টার পরপরই নুয়ান প্রদিপকে ফিরিয়ে দলকে দারুণ জয় এনে দেন কেশব মহারাজ।

প্রথম ইনিংসের অর্ধশতক আর দ্বিতীয় ইনিংসের শতকের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান স্টিভেন কুক।

২ জানুয়ারি কেপ টাউনে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৮৬

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২০৫

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৪০৬/৬ ডিক্লে.

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৯৬.৩ ওভারে ২৮১ (করুনারত্নে ৪৩, সিলভা ৪৮, পেরেরা ৬, মেন্ডিস ৫৮, ম্যাথিউস ৫৯, চান্দিমাল ৮, ডি সিলভা ২২, হেরাথ ৩, চামিরা ০, লাকমল ১৯*, প্রদিপ ৪; ফিল্যান্ডার ১/৬৫, অ্যাবট ২/৩৮, রাবাদা ৩/৭৭, মহারাজ ৩/৮৬, দুমিনি ০/৮)

ফল: দক্ষিণ আফ্রিকা ২০৬ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: স্টিভেন কুক

সিরিজ: তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে