‘সাব্বিরের রান আউটে মোড় ম্যাচের’

বোলিং-ফিল্ডিংয়ে নিজেদের মেলে ধরার পর লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটাও ছিল দারুণ। ছন্দ পতনটা একেবারে হঠাৎ করে, দৃষ্টিকটু এক রান আউটে। মাশরাফি বিন মুর্তজা মনে করছেন, সেই আউটই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত।   

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2016, 09:34 AM
Updated : 29 Dec 2016, 11:51 AM

দারুণ খেলছিলেন ইমরুল কায়েস-সাব্বির রহমান। দ্বিতীয় উইকেটে ৭৫ রানের চমৎকার জুটিতে দলকে ১ উইকেটে ১০৫ রানের দৃঢ় ভিতরে ওপর দাঁড় করিয়েছিলেন তারা। এরপরই তালগোল পাকিয়ে রান আউট হয়ে যান সাব্বির।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই মুহূর্তের কথা মনে করে তখনও আক্ষেপ ঝরছিল মাশরাফির কণ্ঠে।

“ওই রান-আউট ছিল আমাদের জন্য ‘কি মোমেন্ট’; ওদের জন্যও ‘কি মোমেন্ট’। ১ উইকেটে ১০৫ রান ছিল, ২৭ ওভারে আর দেড়শ’ রান দরকার ছিল। রান আউটটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।”

ওই রান আউটের পর আর দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। নাটকীয় ধসে ৭৯ রানে শেষ ৯ উইকেট হারানোয় হাতছাড়া হয় সিরিজ বাঁচিয়ে রাখার সুবর্ণ সুযোগ। পরের ব্যাটসম্যানদেরও দায় দিলেন অধিনায়ক।

“রান আউটের পরও সুযোগ ছিল। তখন তো কেবল মাত্র দ্বিতীয় উইকেট পড়েছিল, ৫-৬ উইকেট নয়। তার পরও ব্যাটসম্যানরা ছিল। কিন্তু হয়নি।”