খুব গুরুতর নয় মুশফিকের চোট

সুখবর এসেছে নেলসন হাসপাতাল থেকে। বড় কোনো চোট ধরা পড়েনি মুশফিকুর রহিমের হ্যামস্ট্রিংয়ে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক হয়তো মাঠে ফিরতে পারবেন টেস্ট সিরিজের আগেই।

ক্রীড়া প্রতিবেদক নেলসন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2016, 02:01 AM
Updated : 29 Dec 2016, 06:59 AM

বৃহস্পতিবার এমআরআই স্ক্যানে মুশফিকের বাম হ্যামস্ট্রিংয়ে ধরা পড়েছে ‘গ্রেড-১ টিয়ার’। প্রাথমিকভাবে দল যা ধারণা করেছিল, সে রকম দুই সপ্তাহের আশেপাশে সময়েই ‘ফিট’ হয়ে উঠবেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

এই দুই সপ্তাহ সময় শুরু হয়েছে চোট লাগার দিন থেকেই। নিউ জিল্যান্ডে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হচ্ছে ১২ জানুয়ারি। তার কদিন আগেই তাই ফেরার কথা মুশফিকের। খুব দ্রুতই শুরু হবে তার পুনর্বাসন। আপাতত টেস্ট সিরিজের জন্য তাকে প্রস্তুত করে তোলাই টিম ম্যানেজমেন্টর লক্ষ্য।

অনুমিতভাবেই ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও খেলতে পারছেন না মুশফিক। তার পরও স্বস্তির নিশ্বাস ফেলছে দল। চোট যে হতে পারত আরও বড়!