৪ অভিষেকের ৪ বছর পর…

মুশফিকুর রহিমের চোট, মুস্তাফিজুর রহিমের বিশ্রাম। দুটি পরিবর্তন আনতেই হতো। সঙ্গে যোগ হলো সৌম্য সরকারের বাদ পড়া। বাংলাদেশের একাদশে পরিবর্তন তিনটি। একাদশে আসা তিন ক্রিকেটারই নবীন। একসঙ্গে অভিষেক তিনজনের।

ক্রীড়া প্রতিবেদক নেলসন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2016, 10:37 PM
Updated : 29 Dec 2016, 11:53 AM

সিরিজে টিকে থাকার ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তনের মেলা। ওয়ানডে ক্যাপ পেলেন নুরুল হাসান, শুভাশীষ রায় ও তানবীর হায়দার। সবশেষ বাংলাদেশ দলে একসঙ্গে তিন বা বেশি ক্রিকেটারের অভিষেক হয়েছিল ২০১২ সালের নভেম্বরে।

খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে একসঙ্গে অভিষেক হয়েছিল চার জনের। আবুল হাসান রাজু, এনামুল হক, সোহাগ গাজী ও মুমিনুল হক পা রেখেছিলেন ওয়ানডের আঙিনায়।

সেই ম্যাচের আগে বাংলাদেশের হয়ে একসঙ্গে তিনজনের অভিষেক হয়েছিল আরও সাড়ে চার বছর আগে। ২০০৮ সালের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল ধীমান ঘোষ, মোশাররফ হোসেন ও রকিবুল হাসানের।

মনে হচ্ছিলো, ঝাঁক ধরে অভিষেকের সেই দিনগুলো পেরিয়ে এসেছে বাংলাদেশ। কিন্তু কিছুটা বাস্তবতা আর কিছুটা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত মিলিয়ে আবারও অভিষেক হলো একসঙ্গে তিনজনের।