কুকের শতকে বিশাল লক্ষ্য দিচ্ছে দ. আফ্রিকা

সাত সকালেই শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়ে লিড পাওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের পথে আছে। স্টিভেন কুকের শতকে অতিথিদের বিশাল লক্ষ্য দিচ্ছে ফাফ দু প্লেসির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2016, 05:04 PM
Updated : 28 Dec 2016, 05:57 PM

শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২০৫ রানে গুটিয়ে দিতে ক্যারিয়ারে একাদশবারের মতো ৫ উইকেট নেন ভার্নন ফিল্যান্ডার। তাতে ৮১ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। দুই ইনিংস মিলিয়ে ৪৩২ রানে এগিয়ে স্বাগতিকরা, হাতে আছে এখনও ৫ উইকেট।

পোর্ট এলিজাবেথে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ৩৫১ রান। দু প্লেসি ৪১ ও কুইন্টন ডি কক ৪২ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৭৪ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটসম্যান।

এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবার শতরানের জুটি গড়েন কুক ও ডিন এলগার। ১৯২৯ সালের পর এই প্রথম কোনো টেস্টে দুই ইনিংসেই তিন অঙ্কের উদ্বোধনী জুটি দেখল দক্ষিণ আফ্রিকা।

অর্ধশতক ছুঁয়েই ফিরে যান এলগার। এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ৫৩ বলে ৪৮ রান করেন টপঅর্ডারের আরেক ব্যাটসম্যান হাশিম আমলা। থিতু হয়েও নিজের ইনিংস বড় করতে পারেননি জেপি দুমিনি।

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ৮ রান করে ফিরেন টেম্বা বাভুমা। টিভি রিপ্লেতে দেখা যায়, ধনাঞ্জয়া ডি সিলভার বল তার প্যাডে লেগে শর্ট লেগে ক্যাচ উঠেছিল। কিন্তু আম্পায়ার আঙুল তুলতেই দুর্বোধ্য কোনো কারণে রিভিউ না নিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা ধরেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

টেস্টে চলতি বছর তৃতীয় শতক পাওয়া কুক ফিরেন ১১৭ রানে। তার ১৭৮ বলের দারুণ ইনিংসটি গড়া ১১টি চারে।

৫৬ রানের মধ্যে চার উইকেট তুলে নেওয়া লঙ্কানদের হতাশ করে দিন শেষে দলকে সাড়ে তিনশ’ রানে নিয়ে যান দু প্লেসি-ডি কক। ম্যাচ বাঁচাতে বা জিততে অতিথিদের সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে।

এর আগে বুধবার সেন্ট জর্জেস পার্কে ৭ উইকেটে ১৮১ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথম বলেই ধনাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে দেন ফিল্যান্ডার। ওভারের শেষ বলে বিদায় করেন সুরঙ্গা লাকমলকে।

দুশমন্থ চামিরা ও নুয়ান প্রদিপ দলকে দুইশ’ রানে নিয়ে যান। ১৯ রান করা চামিরাকে বিদায় করে শ্রীলঙ্কাকে গুটিয়ে দেন কাইল অ্যাবট।

৪৫ রানে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ফিল্যান্ডার।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৮৬

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৬৪.৫ ওভারে ২০৫ (করুনারত্নে ৫, সিলভা ১৬, পেরেরা ৭, মেন্ডিস ০, ম্যাথিউস ৩৯, চান্দিমাল ২৮, ডি সিলভা ৪৩, হেরাথ ২৪, চামিরা ১৯, লাকমল ৪, প্রদিপ ৮*; ফিল্যান্ডার ৫/৪৫, অ্যাবট ৩/৬৩, রাবাদা ১/৬৩, মহরাজ ১/৩০)

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৮০ ওভারে ৩৫১/৫ (কুক ১১৭, এলগার ৫২, আমলা ৪৮, দুমিনি ২৫, দু প্লেসি ৪১*, বাভুমা ৮, ডি কক ৪২*; লাকমল ১/৫৭, প্রদিপ ১/৬৫, ম্যাথিউস ০/১০, চামিরা ১/৬৩, হেরাথ ০/৭৬, ডি সিলভা ২/৭৪)