আবার ব্যাটে-বলে উজ্জ্বল মনির

মনির হোসেনের দারুণ বোলিংয়ে ঢাকা মেট্রোকে তিনশ’ রানের নিচে থামালেও ব্যাটিংয়ে দিক হারিয়েছিল বরিশাল। দলকে কক্ষপথে ফেরাতে ব্যাট হাতেও জ্বলে ওঠেন সেই মনির।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2016, 12:48 PM
Updated : 28 Dec 2016, 03:41 PM

ঢাকাকে ২৯২ রানে থামিয়ে দিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অষ্টমবারের মতো পাঁচ উইকেট নেন ৩১ বছর বয়সী বাঁহাতি স্পিনার মনির।

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শেষে বরিশালের সংগ্রহ ৫ উইকেটে ১৬৫। আল আমিন জুনিয়র ৪৫ ও মনির ৪০ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে এই দুই জনে গড়েছেন ৬৬ রানের জুটি।

শূন্য রানে শাহিন হোসেনের বিদায়ে শুরুতেই চাপে পড়ে বরিশাল। ফজলে মাহমুদ (৩৮) ও শাহরিয়ার নাফীস (৩২) খানকিটা প্রতিরোধ গড়লেও ৯৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। সেখান থেকে লিডের পথে নিয়ে যাচ্ছেন মনির ও ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের পথে থাকা আল আমিন জুনিয়র।

আগের ম্যাচেই ইনিংসে ৬৬ রানে ৬ উইকেট নেওয়ার পর ৭০ রান করেছিলেন মনির।

এর আগে বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথম স্তরের ম্যাচে ৭ উইকেটে ২৫৫ রান নিয়ে দিন শুরু করে ঢাকা। মেহরাব জুনিয়র ও ইলিয়াস সানি দলকে নিয়ে যান তিনশ’ রানের পথে। সানিকে আউট করে সোহাগ গাজী প্রতিরোধ ভাঙার পর চার বলের মধ্যে ঢাকার শেষ দুই উইকেট তুলে নেন মনির।

একই রানে পড়ে ঢাকার শেষ ৩ উইকেট। মনির ৫১ রানে ৫ উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১১৫.৫ ওভারে ২৯২ (সাদমান ৩৩, মারুফ ৫৬, শামসুর ১২, মার্শাল ১২, আশরাফুল ২০, মেহরাব জুনিয়র ৬১, সৈকত ২৯, জাবিদ ২৩, ইলিয়াস ৩০, শহিদুল ০, হায়দার ০*; তৌহিদ ০/৬৭, সালমান ২/৬০, সোহাগ ১/৫০, মনির ৫/৫১, শাওন ১/৩১, মইন ০/৪, আল আমিন ০/১৭)

বরিশাল ১ম ইনিংস: ১৬৫/৫ (শাহরিয়ার ৩২, শাহিন ০, মাহমুদ ৩৮, সায়েম ৭, আল আমিন জুনিয়র ৪৫*, সোহাগ ০, মনির ৪০*; শহিদুল ০/৩১, হায়দার ২/৪৮, সৈকত ০/১৫, আশরাফুল ০/২৫, শামসুর ১/৮, সানি ২/৩৬)