তাসামুলের শতকে লিডের পথে চট্টগ্রাম

প্রথম শ্রেণির ক্রিকেটে তাসামুল হকের দশম শতকে প্রথম ইনিংসে তিনশ’ ছাড়ানো চট্টগ্রাম লিড নেওয়ার পথে রয়েছে। ক্যারিয়ারে ২০তম বারের মতো পাঁচ উইকেট নিয়েও দলের পিছিয়ে পড়া ঠেকাতে পারেননি সাকলাইন সজীব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2016, 12:22 PM
Updated : 28 Dec 2016, 03:51 PM

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে রাজশাহীর সংগ্রহ ৮ উইকেটে ২২৩ রান। মুক্তার আলী ১ ও সাকলাইন ২ রানে ব্যাট করছেন। ২ উইকেট হাতে থাকা দলটি পিছিয়ে আছে ৯২ রানে।

শূন্য রানে মাইশুকুর রহমানের বিদায়ের পর ১৪৩ রানের জুটিতে রাজশাহীকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করান জহুরুল ইসলাম ও জুনায়েদ সিদ্দিক। কিন্তু পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেই সুবিধা হারিয়ে উল্টো বিপদে এখন তারাই।

১৫৮ বলে ১১টি চারে ৯০ রান করে ফিরেন অধিনায়ক জহুরুল। তিনটি চারে ৬২ রান আসে জুনায়েদের ব্যাট থেকে। এই দুই ব্যাটসম্যান ছাড়া আর কেউ ২০ পর্যন্ত যেতে পারেনি।

চট্টগ্রামের বোলাররা ৭২ রানে ৭ উইকেট তুলে নিয়ে দলকে সুবিধাজনক জায়গায় রেখেছেন। ৬৯ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার কাজী কামরুল ইসলাম। ইফতেখার সাজ্জাদ ২ উইকেট নেন ১৯ রানে।

এর আগে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে ৮ উইকেটে ২৭৭ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা। শতকে পৌঁছে ফিরে যান ৮৯ রান নিয়ে শুরু করা তাসামুল। ২৫১ বলে খেলা তার ১০৪ রানের ইনিংসটি সাজানো ১২টি চার ও একটি ছক্কায়।

শূন্য রান নিয়ে দিন শুরু করা হোসেন আলীর ২০ রানের সুবাদে প্রথম ইনিংসে অলআউটের আগে ৩১৫ রান করে চট্টগ্রাম।

৫৪ রানে ৫ উইকেট নিয়ে রাজশাহীর সেরা বোলার বাঁহাতি স্পিনার সাকলাইন।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম ১ম ইনিংস: ১০৩. ওভারে ৩১৫ (পিনাক ৫, নাফিস ৫১, জসিম ৯, তাসামুল ১০৪, ইয়াসির ২, শুক্কুর ৯০, কামরুল ২, ইফতেখার ০, ইয়াসির ৯, হোসেন ২০, মুজিবুর ২*; রেজা ৩/৭২, মুক্তার ১/৫৪, সাকলাইন ৫/৫৪, মামুন ১/৩২, সানজামুল ০/৬৬, ফরহাদ ০/২১)

রাজশাহী ১ম ইনিংস: ৬৮ ওভারে ২২৩/৮ (জহুরুল ৯০, মাইশুকুর ০, জুনায়েদ ৬২, ফরহাদ ৩, হামিদুল ১৯, সানজামুল ১৩, মিজানুর ১০, রেজা ১০, মুক্তার ১*, সাকলাইন ২*; ইয়াসির আরাফাত ১/৩৮, হোসেন ১/৫০, মুজিবুর ১/১৮, ইফতেখার ২/১৯, কামরুল ৩/৬৯, তাসামুল ০/১৫, ইয়াসির ০/৫)