সাইফের শতক, তুষারের ভরসায় খুলনা

রকিবুল হাসানের পর শতক করেছেন সাইফ হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে তার প্রথম শতকে সাড়ে তিনশ’ ছাড়ানো ঢাকা লিডের আশা জাগিয়েছে। তবে খুলনার সম্ভাবনা এখনো বাঁচিয়ে রেখে ক্রিজে আছেন তুষার ইমরান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2016, 11:35 AM
Updated : 28 Dec 2016, 03:57 PM

প্রথম ইনিংসে ৩৬৬ রান করে ঢাকা। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬তম বার ৫ উইকেট নিয়ে ঢাকার সংগ্রহ আরও বড় হতে দেননি আব্দুর রাজ্জাক।

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চর রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে খুলনার সংগ্রহ ৫ উইকেটে ১৯৫ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ শতকের রেকর্ডধারী তুষার ৭১ রানে ব্যাট করছেন। তার ৯৩ বলের ইনিংসটি গড়া ১১টি চারে।

মেহেদী হাসান ও হাসানুজ্জামানের ৭১ রানের উদ্বোধনী জুটির পরও ১০৬ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে খুলনা। সেখান থেকে দলকে ভালো অবস্থানের দিকে যান তুষার ও মোহাম্মদ মিঠুন। তবে শেষ বেলায় দুই উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় ঢাকা। 

মিঠুনকে বোল্ড করে ৮৮ রানের জুটি ভাঙেন নাজমুল ইসলাম। তাইবুর রহমানের করা পরের ওভারে স্টাম্পড হন মোসাদ্দেক ইফতেখার। সেখানেই দ্বিতীয় দিনের খেলা সমাপ্তি হয়।  

ঢাকার দেওয়ান সাব্বির ও নাজমুল দুটি করে উইকেট নেন।

এর আগে বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৪ উইকেটে ৩০৩ রান নিয়ে খেলা শুরু করে ঢাকা। এদিন ৬৩ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় দলটি।

শুরুতেই বিদায় নেন নাদিফ চৌধুরী। শতক ছুঁয়ে ফিরেন সাইফও। ২৩৬ বলে খেলা তার ১১১ রানের ইনিংসটি গড়া ৬টি চার ও ৩টি ছক্কায়। সাইফের বিদায়ের পর ঢাকা সাড়ে তিনশ’ ছাড়ায় জাহিদুজ্জামানের ব্যাটে। শেষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যান কেবল এই উইকেটরক্ষক।

১০৩ রানে ৫ উইকেট নিয়ে খুলনার সেরা বোলার অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রাজ্জাক। আগের দিন ২ উইকেট পাওয়া অধিনায়ক এদিন নেন শেষ ৩ উইকেট। পেসার আল আমিন হোসেন ৩ উইকেট নেন ৯২ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ১ম ইনিংস: ১০৩.৩ ওভারে ৩৬৬ (মজিদ ২৪, জয়রাজ ৪৫, সাইফ ১০৯, রকিবুল ১১১, তাইবুর ১০, নাদিফ ২০, জাহিদ ১৮, শরীফ ৭, সানজামুল ৬, মাহবুবুল ৩, সাব্বির ১*; আল আমিন ৩/৯২, জিয়া ০/২৩, আশিক ২/৬০, রাজ্জাক ৫/১০৩, মেহেদী ০/১৭, বিশ্বনাথ ০/৪৪, ইফতেখার ০/১৫)

খুলনা ১ম ইনিংস: ৪৫.৫ ওভারে ১৯৫/৫ (মেহেদী ৩৭, হাসান ৩১, এনামুল ১২, তুষার ৭১*, মিঠুন ৩৪, ইফতেখার ০; মাহবুবুল ০/৫৩, শরীফ ০/৩৯, সাব্বির ২/২৬, নাজমুল ২/৫৪, তাইবুর ১/১৬)