বিশ্রামে মুস্তাফিজ, অভিষেকের অপেক্ষায় তানবীর-শুভাশীষ
নেলসন থেকে আরিফুল ইসলাম রনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2016 01:40 PM BdST Updated: 28 Dec 2016 06:41 PM BdST
মুশফিকুর রহিমের চোট তো বড় ধাক্কা হয়ে এসেছেই। আরেকজন চোট কাটিয়ে ফিরলেও শেষ হচ্ছে না ঝুঁকি। সিরিজে টিকে থাকার ম্যাচে তাই নির্ভরযোগ্য ব্যাটসম্যানের পাশাপাশি বোলিংয়ের সেরা অস্ত্রকেও পাচ্ছে না বাংলাদেশ। নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম পাচ্ছেন মুস্তাফিজুর রহমান।
Related Stories
মুশফিকের জায়গায় নুরুল হাসান সোহানের অভিষেক তো নিশ্চিতই। দীর্ঘদিন পর ফেরা মুস্তাফিজকে টানা না খেলানোর পরামর্শ দিয়েছেন ফিজিও। তার জায়গায় অভিষেক হতে যাচ্ছে পেসার শুভাশীষ রায়ের।
একাদশে বদলের শেষ নয় এখানেই। সৌম্য সরকারকে নিয়ে টিম ম্যানেজমেন্টের ধৈর্য্যচ্যুতি হয়েছে অবশেষে। অভিষেক হতে যাচ্ছে লেগ স্পিনিং অলরাউন্ডার তানবীর হায়দারের।
ফিজিওর পরামর্শের পর মুস্তাফিজকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত বোধগম্যই। কিন্তু তার জায়গায় শুভাশীষকে খেলানোর সিদ্ধান্ত জন্ম দিচ্ছে প্রশ্নের। রুবেল হোসেনের মত অভিজ্ঞ বোলার যে আছেন স্কোয়াডে!
কিছুদিন আগেও খুব একটা ছন্দে ছিলেন না রুবেল। তবে বিপিএলে দারুণ বোলিং করেছেন। মনে হয়েছে তার পুরোনো গতি ও ছন্দ ফিরে পেয়েছেন। নিউ জিল্যান্ডের বিপক্ষে তার রেকর্ডও দারুণ। এরপরও হয়ত দর্শক হয়েই থাকতে হবে রুবেলকে। জানা গেছে, কোচের প্রবল চাওয়াতেই সুযোগটা পাচ্ছেন শুভাশীষ।

বুধবার সংবাদ সম্মেলনে কোচ চন্দিকা হাথুরুসিংহে কড়া বার্তা দেন সৌম্যকে। পরিষ্কার জানিয়ে দেন, পারফর্ম না করলে আজীবন বয়ে বেড়ানো হবে না কাউকেই। প্রথম ওয়ানডেতেই তানবীরকে খেলানোর প্রবল আগ্রহ ছিল কোচের। সেটি শেষ পর্যন্ত হয়নি। হচ্ছে এবার।
-
অবশেষে ‘মুক্তি’, এবার শুরু ব্যাটিং-বোলিং ঝালাই
-
উইলিয়ামসের সেঞ্চুরি, দুই দিনেই জিম্বাবুয়ের জয়
-
৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তি
-
ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
-
নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
-
আফগানদের গুঁড়িয়ে জিম্বাবুয়ের লিড
-
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া
-
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল