অভিষেকে উজ্জ্বল জাকের আলী

জাকির হাসানের জন্য অনূর্ধ্ব-১৯ দলে সেভাবে খেলার সুযোগ মেলেনি জাকের আলীর। দুই জন একই বিভাগের বলে লড়াই চলে জাতীয় ক্রিকেট লিগেও। তবে রংপুরের বিপক্ষে সুযোগ পেয়েই নিজের দাবিটা জানিয়ে রেখেছেন ১৮ বছর বয়সী জাকের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2016, 12:48 PM
Updated : 27 Dec 2016, 12:50 PM

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচের প্রথম দিন শেষে সিলেটের সংগ্রহ ৬ উইকেটে ২০৩ রান। জাকের ৬৩ ও রাহাতুল ফেরদৌস ১৯ রানে ব্যাট করছেন।

১৮ বছর বয়সী জাকির যেখানে নিজের ১৪তম ম্যাচ খেলছেন সেখানে সবে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম দিনটি কাটালন জাকের। উইকেটরক্ষক নয় খেলছেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। রংপুরের আঁটসাঁট বোলিংয়ের বিপক্ষে তিনিই টানছেন দলকে।

২১৭ মিনিট ধরে ক্রিজে থাকা জাকেরের ১৩৫ বলের ইনিংসটি গড়া ৮টি চার ও একটি ছক্কায়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরে ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ২৭ রানে সায়েম আলমের বিদায়ের পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অলক কাপালীর দল।

প্রথম দিন ব্যাট করা সিলেটের আট ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যেতে পারেননি কেবল জাকির। কিন্তু জাকের ছাড়া কেউই নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান উদ্বোধনী ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেনের।

১৪৩ রানে ৬ উইকেট হারানো স্বাগতিকরা দুইশ’ পার হয়েছে জাকের-ফেরদৌসের দৃঢ়তায়। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে ৬০ রানের জুটি গড়েছেন এই দুই জনে। লড়াইয়ের পুঁজি এনে দিতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে তাদের।

রংপুরের বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ ৩ উইকেট নেন ৫৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট ১ম ইনিংস: ৮৬ ওভারে ২০৩/৬ (ইমতিয়াজ ৩০, সায়েম ১৩, জাকির ১, রাজিন ২৫, কাপালী ১৮, জাকের ৬৩*, শাহানুর ১৪, ফেরদৌস ১৯*; আলাউদ্দিন ১/২৪, সাজেদুল ০/২৩, আরিফুল ০/১৩, সাদ্দাম ১/৩৩, শুভ ৩/৫৮, মাহমুদুল ১/২০, নাঈম ০/৯, নাসির ০/১০)