আজহারের শতকে পাকিস্তানের দিন

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনেরও অনেকটা সময়ের খেলা ভেসে গেল বৃষ্টিতে। এরই মধ্যে দারুণ এক শতক করেছেন আজহার আলি। উদ্বোধনী ব্যাটসম্যানের দৃঢ়তায় ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2016, 07:35 AM
Updated : 27 Dec 2016, 07:35 AM

দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৩১০ রান। দ্বাদশ শতক পাওয়া আজহার ১৩৯ ও মোহাম্মদ আমির ২৮ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে দুই জনে গড়েছেন ৪২ রানের জুটি।  

আজহার যথারীতি খেলছেন আস্থার সঙ্গে। বাজে বলকে শাস্তি দিচ্ছেন, বোলারদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন। তার ঠিক উল্টো মেজাজে খেলছেন আমির। ঝুঁকিপূর্ণ ২৩ বলের ইনিংসে এরই মধ্যে পেয়েছেন ৬টি চার, আজহার ১২টি চার হাঁকাতে খেলেছেন ২৮৭ বল।

বৃষ্টির বাধায় দ্বিতীয় টেস্টের প্রথম দিন খেলা হয় ৫০.৫ ওভার, দ্বিতীয় দিন ৫০.৩ ওভার।

মঙ্গলবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৪ উইকেটে ১৪২ রান নিয়ে খেলা শুরু করে পাকিস্তান। আজহার-আসাদ শফিকের দৃঢ়তাভরা ব্যাটিংয়ে দিনের প্রথম সেশন নিরাপদে কাটিয়ে দেয় অতিথিরা। তাদের ১১৫ রানের জুটি ভাঙে নতুন বলে।

৪টি চারে ৫০ রান করা শফিককে দ্বিতীয় স্লিপে স্টিভেন স্মিথের ক্যাচে পরিণত করেন জ্যাকসন বার্ড। বেশিক্ষণ টিকেননি উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। জশ হেইজেলউডের বলে প্রথম স্লিপে ম্যাট রেনশকে ক্যাচ দেন তিনি।

বৃষ্টির অনাকাঙ্ক্ষিত বিরতি আজহারের মনসংযোগে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ডানহাতি ব্যাটসম্যানই লড়াইয়ের পুঁজি এনে দিচ্ছেন দলকে। দলের সংগ্রহ চারশ’ পর্যন্ত নিয়ে যেতে তার দিকে তাকিয়ে পাস্তিান। 

৯১ রানে ৩ উইকেট নিয়েছেন বার্ড। ২৬ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন হেইজেলউড।

ব্রিজবেনে দিবা-রাত্রির টেস্ট ৩৯ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ১০১.২ ওভারে ৩১০/৬ (সামি ৯, আজহার ১৩৯*, আজম ২৩, ইউনুস ২১, মিসবাহ ১১, শফিক ৫০, সরফরাজ ১০, আমির ২৮*; স্টার্ক ০/৭৭, হেইজেলউড ২/৩৩, বার্ড ৩/৯১, লায়ন ১/৬৯)