হারের পর জরিমানার খাঁড়া

ম্যাচে বড় হার আর মুশফিকুর রহিমের চোটের খবরের পর আরেকটি দুঃসংবাদ শুনতে হলো বাংলাদেশ দলকে। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মন্থর ওভার-রেটেরে কারণে জরিমানা গুণতে হচ্ছে গোটা দলকে।

ক্রীড়া প্রতিবেদক ক্রাইস্টচার্চ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2016, 01:06 PM
Updated : 26 Dec 2016, 01:51 PM

সোমবার ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময় শেষে ১ ওভার ঘাটতি ছিল বাংলাদেশ দলের। ম্যাচ রেফারি ক্রিস ব্রড তাই দিয়েছেন জরিমানার শাস্তি।

‘ছোট’ এই ধরনের অপরাধের জন্য শাস্তি অবশ্য বেশি নয়। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জরিমানা ম্যাচ ফির ২০ শতাংশ, দলের বাকিদের জন্য ১০ শতাংশ। 

মাঠের দুই আম্পায়ার ও তৃতীয় আম্পায়ার অভিযোগ আনার পর ম্যাচ রেফারিরে কাছে নিজেদের দায় মেনে নেন মাশরাফি। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।