
বাংলাদেশের বিপক্ষে নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি দলে ব্রুস
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2016 10:26 AM BdST Updated: 26 Dec 2016 11:05 AM BdST
ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ব্যাট হাতে ঝড় তোলার পুরস্কার পেয়েছেন টম ব্রুস। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের নিউ জিল্যান্ড দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা এই ব্যাটসম্যান।
কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন ১৪ সদস্যের দলে আছেন কোরি অ্যান্ডারসন। তবে এই অলরাউন্ডার খেলবেন শুধু ব্যাটসম্যান হিসেবে। দেশের হয়ে ৬টি ওয়ানডে খেলা ২৫ বছর বয়সী বাঁহাতি পেসার বেন হুইলারও ডাক পেয়েছেন দলে।
আগেই নিউ জিল্যান্ডের কোচ মাইকে হেসন জানিয়েছিলেন, টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হতে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হবে টিম সাউদিকে। তাই দলে নেই এই পেসার। প্রথম টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকবেন আরেক পেসার ট্রেন্ট বোল্ট।
চোটের জন্য তিন পেসার মিচেল ম্যাকক্লেনাগান, অ্যাডাম মিল্নে ও ডগ ব্রেসওয়েলকে বিবেচনা করেনি নিউ জিল্যান্ড।
The BLACKCAPS squad for the ANZ Twenty20 Series against Bangladesh has been named. Story | https://t.co/Et6s2WVUPO #NZvBAN pic.twitter.com/YS4nJQzNV3
— BLACKCAPS (@BLACKCAPS) December 26, 2016
দল নির্বাচনের পর নিউ জিল্যান্ডের নির্বাচক গ্যাভিন লারসেন জানান, ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সে ব্রুসে ডাক পাওয়া প্রাপ্য ছিল।
“গত দুই বছর ধরে টম সুপার স্ম্যাশের (নিউ জিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট) অন্যতম সেরা খেলোয়াড়। এই মৌসুমেও তার স্ট্রাইক রেট ১৭৪, গড় ৭৬। সে নিজেকে বিপজ্জনক খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছে।”
৩ জানুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। শেষ দুটি ম্যাচ হবে ৬ ও ৮ জানুয়ারি।
টি-টোয়েন্টির নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কলিন মানরো, জেমস নিশাম, লুক রনকি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, বেন হুইলার।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- মাহফুজুর রহমান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- এসএ গেমস: ভুটানের বিপক্ষে সৌম্যদের প্রত্যাশিত জয়
- ‘ফর্ম ফিরে পেতে’ মুস্তাফিজকে আইপিএলের অনুমতি
- বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের সর্বনিম্ন মূল্য ১ হাজার
- এসএ গেমস: মালদ্বীপকে ২৪৯ রানে হারাল মেয়েরা
- চলে গেলেন ইংলিশ কিংবদন্তি বব উইলিস
- বাংলাদেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানালেন ‘ইউনিভার্স বস’
সর্বাধিক পঠিত
- মিরপুরে জোড়া খুনের নেপথ্যে দেহ ব্যবসা: পুলিশ
- বাড়াবাড়ির সীমা থাকা দরকার: প্রধান বিচারপতি
- ‘ফর্ম ফিরে পেতে’ মুস্তাফিজকে আইপিএলের অনুমতি
- এসএ গেমস: মালদ্বীপকে ২৪৯ রানে হারাল মেয়েরা
- সিদ্ধেশ্বরীতে পড়ে থাকা লাশটি পুলিশকন্যার
- ফুটবলে অবশেষে জিতল বাংলাদেশ
- বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের সর্বনিম্ন মূল্য ১ হাজার
- তেলেঙ্গানা ধর্ষণ-হত্যায় গ্রেপ্তার চারজন পুলিশের গুলিতে নিহত
- এসএ গেমস: ভুটানের বিপক্ষে সৌম্যদের প্রত্যাশিত জয়
- বাংলাদেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানালেন ‘ইউনিভার্স বস’