
আক্রমণাত্মক ক্রিকেট খেলবে নিউ জিল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2016 12:20 PM BdST Updated: 25 Dec 2016 03:21 PM BdST
ওয়ানডেতে সময়টা ভালো যাচ্ছে না নিউ জিল্যান্ডের। টানা দুটি সিরিজে হারা দলটি ঘুরে দাঁড়াতে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় আক্রমণাত্মক ক্রিকেট। অধিনায়ক কেন উইলিয়ামসন চান, অতিথি ব্যাটসম্যানদের চেপে ধরুক পেসাররা।
Related Stories
সোমবার ক্রাইস্টচার্চে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। তার আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, প্রতি বছর আরও এগিয়ে যাওয়া বাংলাদেশকে শ্রদ্ধা করেই জয়ের ছক কষছেন তারা।
“ওরা পুরোপুরি থিতু একটা দল এবং ওয়ানডেতে অভিজ্ঞ একটি ইউনিট। ওদের হারাতে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।”
নিউ জিল্যান্ডে স্বাগতিকদের কখনও হারাতে পারেনি বাংলাদেশ। তবে অনুপ্রেরণার অভাব নেই তাদের। নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা জয়ের স্মৃতি নিয়ে এবার সফর করছে তারা। উইলিয়ামসন মনে করেন, দেশের মাটিতে খুব ভালো ক্রিকেট খেলা বাংলাদেশ এখন বাইরেও লড়াই করতে পারে।
“দেশের মাটিতে ওদের হারানো ভীষণ কঠিন। নিজেদের মাঠে ওরা প্রায় সবাইকে হারিয়েছে। দেশের বাইরেও ওরা আরও অভিজ্ঞ হচ্ছে।”
নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডকে ঢাকা টেস্টে হারিয়েছেন মুশফিক-সাকিব-তামিমরা।
শেষ ৮টি ওয়ানডের ছয়টিতেই হেরেছে নিউ জিল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানের বিব্রতকর হারের ধাক্কা সামলাতে বাংলাদেশ সিরিজকেই লক্ষ্য করেছে তারা।
“আপনি যখন কোনো সফরে গিয়ে আমরা যেভাবে অসিদের কাছে হেরেছি সেভাবে হারবেন, আপনি অবশ্যই তারচেয়ে অনেক বেশি ভালো করতে পছন্দ করবেন।”
উইলিয়ামসন জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় তারা যেমন খেলেছেন তার চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলবেন তারা, “এটা গুরুত্বপূর্ণ যে, আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলব এবং উইকেট নিতে চাইব। আমরা চাই পেসাররা চেপে ধরুক ওদের ব্যাটসম্যানদের।”
ওয়ানডেতে দুই দলের শেষ দেখায় গত বছর বিশ্বকাপের ম্যাচে সেডন পার্কে তিন উইকেটের জয় পেয়েছিল নিউ জিল্যান্ড। তবে দেশের মাটিতে তার আগে টানা ৭ ম্যাচে জিতেছিল বাংলাদেশ।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- বিপিএল অধিনায়কদের অবাক ফটোসেশন
- বিপিএলে টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা
- ডাকসু ভিপি নুরের বিরুদ্ধে মানহানির মামলা
- হাকিমপুরী জর্দা বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ
- বোপারা-রাসেলদের দলে পেয়ে রোমাঞ্চিত রাজশাহী কোচ
- মাহমুদউল্লাহর ভাবনায় স্কিল হিটিং
- একাডেমি মাঠে চোট-শঙ্কা, বিস্মিত রংপুর কোচ
- ইন্টারের বিপক্ষে নেই মেসি
- ১৯ সোনায় নতুন চূড়ায় বাংলাদেশ
- মানবাধিকার সংগঠনগুলোর ‘বয়কট মিয়ানমার ক্যাম্পেইন’ শুরু