বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে বিশ্রামে সাউদি

বাংলাদেশের বিপক্ষে ঘরোয়া সিরিজে সব ম্যাচে খেলা হবে না ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির। দুইজনকে পুরো মৌসুমের জন্য সতেজ রাখতে সতর্কভাবে ব্যবহার করা হবে জানিয়েছেন নিউ জিল্যান্ড কোচ মাইক হেসন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2016, 01:22 PM
Updated : 24 Dec 2016, 02:32 PM

সোমবার ক্রাইস্টচার্চের প্রথম ওয়ানডে দিয়ে নিউ জিল্যান্ডের ঘরোয়া গ্রীষ্ম শুরু হবে। এবার বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে তারা। 
 
তৃতীয় ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের শুরুতে বিশ্রামে থাকতে পারেন বাঁহাতি পেসার বোল্ট। অন্য দিকে ১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য সতেজ থাকতে অভিজ্ঞ পেসার সাউদি বিশ্রামে থাকতে পারেন টি-টোয়েন্টি সিরিজে। 
 

হেসন জানান, তিনি খেলোয়াড়দের ভার কমানোর সুযোগ দিতে চান যেন তারা টেস্টের জন্য নিজেদের তৈরি করতে পারে।
“তিন ফরম্যাটেই খেলে এমন খেলোয়াড় বিশেষ করে বোলারদের জন্য এটা সব সময়ই ভারসাম্য রক্ষার কাজ।”
নিউ জিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন এই দুই পেসার। নিউ জিল্যান্ডের সর্বশেষ সিরিজে দলের সেরা বোলার ছিলেন বোল্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে তিন ম্যাচে নিয়েছিলেন ৩০ গড়ে ৬ উইকেট।