ম্যাচ বাঁচানোর লড়াইয়ে চট্টগ্রাম

ব্যাটিং ব্যর্থতায় ফলোঅনে পড়া চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে লড়ছে ম্যাচ বাঁচাতে। ১১৯ রানে এগিয়ে থাকা রংপুর আবারও চেপে ধরেছে ইরফান শুক্কুরের দলকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2016, 12:04 PM
Updated : 22 Dec 2016, 12:06 PM

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলা শেষে চট্টগ্রামের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান। ইয়াসির আলী ৩৯ ও সাঈদ সরকার ২১ রানে ব্যাট করছেন।

ফলোঅনে পড়া দলটি দ্বিতীয় ইনিংসে শুরুতেই পথ হারায়। ৮৮ রানের মধ্যে ফিরে যান প্রথম চার ব্যাটসম্যান। এর মধ্যে ৪৫ রানই আসে পিনাক ঘোষের ব্যাট থেকে। এরপর আর কোনো ক্ষতি হতে দেননি ইয়াসির-সাঈদ। দুই জনে কাটিয়ে দেন প্রায় ২০ ওভার।

এর আগে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে ২ উইকেটে ৮২ রান নিয়ে দিন শুরু করে চট্টগ্রাম। দিনের প্রথম সেশনও টিকেনি তাদের ইনিংস। ব্যাটিং ব্যর্থতায় আর ১০০ রান যোগ করতেই শেষ শেষ ৮ উইকেট হারায় দলটি।

সর্বোচ্চ ৪৭ রান করেন ইরফান শুক্কুর। আর কেউ খুব একটা অবদান রাখতে না পারায় ১৮২ রানে গুটিয়ে যায় দলটি।

রংপুরের সোহরাওয়ার্দী শুভ ও মোহাম্মদ সাদ্দাম নেন তিনটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর ১ম ইনিংস: ৪৫০

চট্টগ্রাম ১ম ইনিংস: ৫৮ ওভারে ১৮২ (অভিষেক ২৮, পিনাক ১৮, তাসামুল ২৩, ইরফান ৪৭, ইয়াসির ০, সাঈদ ১২, সাইফুদ্দিন ২৫, ইফতেখার ৯, আরিফ ৩, হোসেন ১৩, মনিরুজ্জামান ০; আলাউদ্দিন ১/৩০, সাজেদুল ০/৩০, মাহমুদুল ২/১৩, শুভ ৩/৪৮, সাদ্দাম ৩/৩৬, নাসির ১/২২)

চট্টগ্রাম ২য় ইনিংস: ৫৬ ওভারে ১৪৯/৪ (অভিষেক ১১, পিনাক ৪৫, তাসামুল ১২, ইরফান ১৫, ইয়াসির ৩৯*, সাঈদ ২১*; আলাউদ্দিন ১/৩৩, নাসির ০/১৯, সাজেদুল ০/২২, সাদ্দাম ০/২৩, শুভ ১/২০, মাহমুদুল ০/১৫, আরিফুল ২/১৬)