ফতুল্লায় বিপদে ঢাকা মেট্রো

প্রথম ইনিংসে লিড নেওয়া ঢাকা দ্বিতীয় ইনিংসেও চাপে রেখেছে ঢাকা মেট্রোকে। টপ অর্ডারের ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে মোটে ৬ রানে এগিয়ে আছে মার্শাল আইয়ুবের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2016, 01:25 PM
Updated : 21 Dec 2016, 01:25 PM

প্রথম ইনিংসে ১৬৬ রানে গুটিয়ে যাওয়া মেট্রো দিক হারা আবারও। ২৭ রানেই নেই দলটির চার উইকেট। ১৪ রান নিয়ে ক্রিজে আছেন সাদমান ইসলাম, শূন্য রানে অপরাজিত মোহাম্মদ আশরাফুল।
 
২১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে মন্থর ব্যাটিং করে মেট্রো। ২৪ রান তুলতে ১৩ ওভার খেলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান। এরপরই আঘাত হানেন অধিনায়ক মোহাম্মদ শরীফ। পরপর দুই বলে তুলে নেন শামসুর রহমান ও সৈকত আলীর উইকেট।
 
অধিনায়কের সঙ্গে উইকেট শিকারে যোগ দেন আরেক পেসার শাহাদাত হোসেন। ফিরিয়ে দেন জাবিদ হোসেন ও মার্শাল আইয়ুবকে। তবে ব্যাটিং দুরূহ উইকেটে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার সামর্থ্য রয়েছে সাদমান-আশরাফুল-মেহরাব জুনিয়র-আসিফদের। 
 
এর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে ২ উইকেটে ১৯ রান নিয়ে বুধবারের খেলা শুরু করে ঢাকা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ছাড়া দলটির প্রথম নয় জনের বাকি সবাই দুই অঙ্কে পৌঁছান। কিন্তু কেউই পারেননি বড় ইনিংস খেলতে। 
 
সর্বোচ্চ ৪৩ রান আসে মিনহাজ খানের ব্যাট থেকে। ৩২ রান করেন জাহিদুজ্জামান। শেষের ২৭ রানের ইনিংসে দলকে লিড এনে দেন অধিনায়ক শরীফ। 
 
ঢাকা মেট্রোর শহিদুল ইসলাম ও আশরাফুল নেন তিনটি করে উইকেট। 
 
সংক্ষিপ্ত স্কোর:
 
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১৬৬ 
 
ঢাকা ১ম ইনিংস: ৬৩ ওভারে ১৮৭ (মজিদ ৮, জয়রাজ ০, মিনহাজ ৪৩, রকিবুল ১৫, তাইবুর ১৫, নাদিফ ২৩, জাহিদ ৩২, শরীফ ২৭, নাজমুল ১০, শাহাদাত ১, সাব্বির ১*; শহিদুল ৩/৪৪, হায়দার ১/৩৪, সৈকত ১/৩৯, আসিফ হাসান ১/১৬, আশরাফুল ৩/৪৭)
 
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ১৭.২ ওভারে ২৭/৪ (সাদমান ইসলাম ১৪, শামসুর ১১, সৈকত ০, জাবিদ ০, মার্শাল ২, আশরাফুল ০*; শরীফ ২/২, সাব্বির ০/১২, শাহাদাত ২/১৩)