দ্বিতীয় দিনের খেলা শেষেরাজশাহীর সংগ্রহ ৩ উইকেটে ৯২ রান জুনায়েদ সিদ্দিক ৪২ ও ফরহাদ হোসেন শূন্য রানেব্যাট করছেন।
প্রথম ইনিংসে ৬ উইকেটনেওয়া পেসার আবু জায়েদ শুরুতেই ফিরিয়ে দেন মিজানুর রহমানকে। শাহানুর রহমানের শিকারনাইটওয়াচম্যান সাকলাইন সজীব। তার আগেই ৩৮ রান করা মাইশুকুর রহমানকে বিদায় করেনহাসান।
দ্বিতীয় স্তরের ম্যাচে ২উইকেটে ৪৩ রান নিয়ে বুধবারের খেলা শুরু করে সিলেট। দিনের শুরুতেই তিন উইকেট নিয়েতাদের চাপে ফেলে রাজশাহী। ৭১ রানে ৫ উইকেট হারানো সিলেটকে লিড এনে দিতে অধিনায়কঅলক কাপালী (৪০) ও রুমান আহমেদের (৪১) লড়াই যথেষ্ট ছিল না।
৯১ রানে ৫ উইকেট নিয়েরাজশাহীর সেরা বোলার পেসার রেজা। মামুন হোসেন ৩ উইকেট নেন ৪৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী ১ম ইনিংস: ২০৪
সিলেট ১ম ইনিংস: ৭২.১ওভারে ২১৯ (ইমতিয়াজ ২, সায়েম ৩৬, জাকির ৮, রাহাতুল ১৪, রাজিন ০, কাপালী ৪০, রুমান৪১, শাহানুর ৯, হাসান ৫৯*, জায়েদ ২, খালেদ ০; রেজা ৫/৯১, মামুন ৩/৪৭, মুক্তার ১/৫৬,সাকলাইন ০/৫, সানজামুল ০/১৫)
রাজশাহী ২য় ইনিংস: ২০ওভারে ৯২/৩ (মাইশুকুর ৩৮, মিজানুর ১,জুনায়েদ ৪২*, সাকলাইন ৪, ফরহাদ ০*; জায়েদ ১/২৪, খালেদ ০/২২, হাসান ১/২১, কাপালী০/৯, শাহানুর ১/৯, রাহাতুল ০/১)