শুভর শতকে রংপুরের বড় সংগ্রহ

আগের দিনের অপরাজিত অর্ধশতককে তিন অঙ্কে নিয়ে গেছেন সোহরাওয়ার্দী শুভ। ব্যাট হাতে অবদান রেখেছেন আরেক অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। দুই জনের দৃঢ়তায় চট্টগ্রামের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ ৪৫০ রানের বড় স্কোর গড়েছে রংপুর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2016, 12:28 PM
Updated : 21 Dec 2016, 12:30 PM

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। ৫০ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান অভিষেক মিত্র ও পিনাক ঘোষকে ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ সাদ্দাম। দ্বিতীয় দিন শেষে দলটির সংগ্রহ ২ উইকেটে ৮২ রান। তাসামুল হক ১১ ও অধিনায়ক ইরফান শুক্কুর ২৪ রানে ব্যাট করছেন।

এর আগে দ্বিতীয় স্তরের ম্যাচে ৭ উইকেটে ৩১৫ রান নিয়ে বুধবারের খেলা শুরু করে খুলনা। আগের দিনের ১৩ রানের জুটিকে এদিন ১৩০ পর্যন্ত এগিয়ে নেন শুভ-আলাউদ্দিন। দুই অলরাউন্ডারের দারুণ ব্যাটিংয়ে চারশ’ পার হয় রংপুরের সংগ্রহ।

৮৯ বলে ৫টি চার ও দুটি ছক্কায় আলাউদ্দিন ফিরেন ৬৪ রান করে। এরপর বেশিক্ষণ টিকেননি তৃতীয় শতক পাওয়া শুভও। বাঁহাতি এই ব্যাটসম্যানের ২০৪ বলে খেলা ১২১ রানের ইনিংসটি ১৪টি চার সমৃদ্ধ। দুই থিতু ব্যাটসম্যানের বিদায়ের পর বেশিদূর এগোয়নি দলটির সংগ্রহ।

অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ৯৩ রানে নেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর ১ম ইনিংস: ১০৮ ওভারে ৪৫০ (সায়মন ২২, লিটন ৭৩, মাহমুদুল ২২, নাঈম ২২, নাসির ৩০, ধীমান ৭, আরিফুল ৫২, শুভ ১২১, আলাউদ্দিন ৬৪, সাজেদুল ১০*, সাদ্দাম ০; মনিরুজ্জামান ০/৫৩, সাইফুদ্দিন ৪/৯৩, হোসেন ৩/৭৭, আরিফ ১/১০৬, ইফতেখার ১/৮৩, তাসামুল ০/২১)

চট্টগ্রাম ১ম ইনিংস: ৩২ ওভারে ৮২/২ (অভিষেক ২৮, পিনাক ১৮, তাসামুল ১১*, ইরফান ২৪*; আলাউদ্দিন ০/২০, সাজেদুল ০/১৭, মাহমুদুল ০/৪, শুভ ০/১৯, সাদ্দাম ২/১৬, নাসির ০/৫)