মাহমুদের ৫ রানের হতাশা

রানের মধ্যে থাকা শাহরিয়ার নাফীস খেই হারালেন জাতীয় ক্রিকেট লিগে। আসা যাওয়ার মিছিলে প্রতিরোধ গড়লেন কেবল ফজলে মাহমুদ। তবে অধিনায়কও ফিরলেন ৫ রানের জন্য শতক না পাওয়ার হতাশা নিয়ে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2016, 01:58 PM
Updated : 20 Dec 2016, 01:58 PM

প্রথম স্তরের ম্যাচের প্রথম দিনের খেলা শেষে খুলনার সংগ্রহ ১ উইকেটে ১০১ রান। মেহেদী হাসান ৫৫ ও এনামুল ১৫ রানে ব্যাট করছেন। অর্ধশতক পাওয়া মেহেদীর ৬১ বলের ইনিংসটি গড়া ৮টি চারে।

প্রতিপক্ষকে কম রানে বেধে রাখা খুলনা শুরু করে ওয়ানডে মেজাজে। মেহেদী-হাসানুজ্জামান ৬১ রানের উদ্বোধনী জুটি গড়তে খেলেন ৯.৩ ওভার।

এর আগে বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ১৭১ রানে গুটিয়ে যায় বরিশালের প্রথম ইনিংস। ১৪টি চার ও একটি ছক্কায় ৯৫ রানের চমৎকার ইনিংস খেলেন তিন নম্বরে নামা মাহমুদ। তবে আর কোনো ব্যাটসম্যান খুব একটা সঙ্গ দিতে পারেননি অধিনায়ককে। দলটির দ্বিতীয় সর্বোচ্চ শহিন হোসেনের ১৮।

খুলনার জিয়াউর রহমান ও আশিকুর রহমান তিনটি করে উইকেট নেন। আল আমিন হোসেন ও বিশ্বনাথ হালদারের শিকার দুটি করে।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: ৬০.৪ ওভারে ১৭১ (শাহরিয়ার ১০, সায়েম ৭, মাহমুদ ৯৫, সালমান ১০, আল আমিন জুনিয়র ২, সোহাগ ০, মনির ৫, শাহিন ১৮, শাওন ১০, তৌহিদুল ৭, কবীর ০*; আল আমিন ২/৪০, জিয়া ৩/২৯, আশিকুর ৩/৩৩, নাহিদুল ০/২০, বিশ্বনাথ ২/২৮, মেহেদী ০/১৭)

খুলনা ১ম ইনিংস: ২০ ওভারে ১০১/১ (মেহেদী ৫৫*, হাসানুজ্জামান ২৩, এনামুল ১৫*; তৌহিদুল ০/৩৪, কবীর ০/২১, সালমান ১/২৪, সোহাগ ০/১৪, শাওন ০/৩)