গ্যাবায় পাকিস্তানের সামনে কঠিন পরীক্ষা

ফলোঅন না করিয়ে ওয়ানডে মেজাজে দ্বিতীয় ইনিংসে খেলা অস্ট্রেলিয়া বিশাল লক্ষ্য দিয়েছে পাকিস্তানকে। তৃতীয় দিনের শেষ বেলায় ২ উইকেট হারিয়ে ফেলা অতিথিদের সামনে কঠিন পরীক্ষা। জিততে আরও ৪২০ রান চাই মিসবাহ-উল-হকের দলের, ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে আরও দুই দিন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2016, 11:22 AM
Updated : 17 Dec 2016, 11:22 AM

শনিবারের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৭০ রান। আজহার আলি ৪১ ও ইউনুস খান শূন্য রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে ‘গোল্ডেন ডাক’ পাওয়া ইউনুস দ্বিতীয় ইনিংসে ১৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।

৪৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সামি আসলামের সঙ্গে দলকে ভালো সূচনা এনে দেন আজহার। প্রান্ত বদল করে সামিকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন মিচেল স্টার্ক। থিতু হওয়া বাবর আজমকে বিদায় করেন নাথান লায়ন।

দারুণ সব কাভার ড্রাইভ উপহার দেওয়া আজহার দিনের বাকি সময়টুকু ইউনুসকে নিয়ে নিরাপদেই কাটিয়ে দেন।

প্রথম টেস্টের তৃতীয় দিন গ্যাবায় দেখা মিলেছে তিন ইনিংসের। ৮ উইকেটে ৯৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে পাকিস্তান। ৪৫ রান যোগ করতে শেষ ২ উইকেট হারায় অতিথিরা।

৬৯ বলে দুটি চারে ২১ রান করা মোহাম্মদ আমিরকে বিদায় করে ৫৪ রানের নবম উইকেট জুটি ভাঙেন জ্যাকসন বার্ড। রান আউট হন ১১ নম্বর ব্যাটসম্যান রাহাত আলি। সরফরাজ আহমেদের অপরাজিত ৫৯ রানে প্রথম ইনিংসে ১৪২ পর্যন্ত যায় পাকিস্তানের সংগ্রহ।

২৮৭ রানের বড় লিড পাওয়া অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। ২৪ রানের মধ্যে ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান। তবে উসমান খাওয়াজা ও স্টিভেন স্মিথের দুই অর্ধশতকে শুরুর ধাক্কা সামাল দেয় স্বাগতিকরা।

১১টি চারে ৬৩ রান করে ফিরেন অধিনায়ক স্মিথ। ৮টি চারে ৭৪ রান আসে খাওয়াজার ব্যাট থেকে। প্রথম ইনিংসে শতক করা পিটার হ্যান্ডসকম ২৬ বলে খেলেন ৩৫ রানের ঝড়ো ইনিংস।

তৃতীয় সেশনে ব্যাটিংয়ে না নেমে ৫ উইকেটে ২০২ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। পাকিস্তানকে অলআউট করতে ২০৭ ওভার পেয়েছে স্বাগতিক বোলাররা। গ্যাবায় চতুর্থ ইনিংসে দেড়শর বেশি ওভার টেকেনি কোনো দল। জিততে বিশ্ব রেকর্ড গড়তে হবে পাকিস্তানকে, ড্রয়ের পথটাও ভীষণ কঠিন অতিথিদের জন্য। 

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪২৯

পাকিস্তান ১ম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ৯৭/৮) ৫৫ ওভারে ১৪২ (সামি ২২, আজহার ৫, বাবর ১৯, ইউনুস ০, মিসবাহ ৪, শফিক ২, সরফরাজ ৫৯*, ওয়াহাব ১, ইয়াসির ১, আমির ২১, রাহাত ৪; স্টার্ক ৩/৬৩, হেইজেলউড ৩/২২, বার্ড ২/২৩, লায়ন ০/৩১)

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৩০ ওভারে ২০২/৫ ইনিংস ঘোষণা (ওয়ার্নার ১২, রেনশ ৬, খাওয়াজা ৭৪, স্মিথ ৬৩, হ্যান্ডসকম ৩৫*, ম্যাডিনসন ৪, ওয়েড ১; আমির ১/৩৭, রাহাত ২/৪০, ইয়াসির ১/৪৫, ওয়াহাব ১/৪৭, আজহার ০/২৭)

পাকিস্তান ২য় ইনিংস: ৩৩ ওভারে ৭০/২ (সামি ১৫, আজহার ৪১*, বাবর ১৪, ইউনুস ০*; স্টার্ক ১/২৮, হেইজেউলউড ০/৫, বার্ড ০/২৪, লায়ান ১/১৩)