একজন ১৬০, বাকি সব শূন্য!

একজন একাই করেছেন ১৬০ রান, দলের বাকি সবার ব্যাট থেকে শূন্য! ভিডিও গেম নয়, নয় কোনো গলি বা পাড়ার ক্রিকেটও। অবিশ্বাস্য হলেও সত্যি, প্রতিযোগিতামূলক ক্রিকেটেই হয়েছে এমন ম্যাচ। যদিও শীর্ষ পর্যায়ের ক্রিকেটে নয়, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আয়োজিত মেয়েদের একটি ম্যাচে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2016, 07:08 AM
Updated : 16 Dec 2016, 10:42 AM

প্রিটোরিয়ায় এই টি-টোয়েন্টি ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল পুমালাঙ্গা অনূর্ধ্ব-১৯ মেয়েদের দল ও ইস্টার্নস অনূর্ধ্ব-১৯ মেয়েদের দল। টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল পুমালাগানা। দলের হয়ে ওপেন করতে নেমে শানায়া-লি সোয়ার্ট অপরাজিত থাকেন ১৬০ রানে। অভাবনীয়ভাবে আরও ৯ জন ব্যাটিংয়ে নেমে কেউ কোনো রানই করতে পারেননি!

৮৬ বলের ইনিংসে এক ডজন ছক্কা মারেন শানায়া, চার ছিল দেড় ডজন। ছক্কায় ৭২, চারে ৭২, নিজের রানের ১৪৪ রানই করেছেন বাউন্ডারিতে।

১৬০ রান করার পর বল হাতে ২ উইকেটও নেন শানায়া-লি সোয়ার্ট। ছবি: বিবিসি

শানায়ার ইনিংসের সঙ্গে যোগ হয়েছে কেবল অতিরিক্ত থেকে আসা ৯ রান। ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান করে পুমালাঙ্গা। পরে নতুন বল হাতে নিয়ে দুটি উইকেটও নেন শানায়া। ইস্টার্নসকে ১২৭ রানে বেধে রেখে ম্যাচ জেতে তারা ৪২ রানে।

‘তারা’ বলাটা অবশ্য হয়ত ভুলই হবে। ম্যাচ জিতেছেন তো আসলে শানায়াই!