নির্বাচকদের উচিত ফরহাদের দিকে তাকানো: স্যামি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2016 12:13 PM BdST Updated: 10 Dec 2016 08:50 PM BdST
টুর্নামেন্ট জুড়ে বল হাতে ছিলেন অসাধারণ। ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে করেছেন রান। মাঠের ভেতরে বাইরে সতীর্থদের কাছে ছিলেন অনুপ্রেরণাদায়ী। সব মিলিয়ে ফরহাদ রেজার পারফরম্যান্সে মুগ্ধ ড্যারেন স্যামি। রাজশাহী কিংস অধিনায়ক বলছেন, জাতীয় নির্বাচকদের সুদৃষ্টি পাওয়া উচিত এই অলরাউন্ডারের।
Related Stories
এবারের বিপিএলে রাজশাহীর সহ-অধিনায়ক ছিলেন ফরহাদ। অধিনায়ক স্যামি তাই তাকে দেখেছেন ঘনিষ্ঠভাবে। মাঠের পারফরম্যান্স, অনুশীলন আর ড্রেসিং রুমে রাজশাহী অধিনায়ক ফরহাদকে সবসময় পেয়েছেন সামনের কাতারে।
“আমাদের দলের জন্য ফরহাদ ছিল খুবই গুরুত্বপূর্ণ। ও বিশাল-হৃদয় ক্রিকেটার, সব সময় শিখতে চায়। আমার সহ-অধিনায়ক হিসেবে ছিল দারুণ অনু্প্রেরণাদায়ী।”
“টুর্নামেন্ট জুড়েই ফরহাদ ছিল অসাধারণ। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়ের যেভাবে বোলিং করেছে। আমাদের হয়ে ১৭ ও ১৯তম ওভার বা ১৮ ও ২০তম নিয়মিতই করেছে সে। সবসময় হয়ত সফল হয়নি। তবে চ্যালেঞ্জটা নিতে কখনোই পিছপা হয়নি। দেখিয়েছে যে কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতাতে সক্ষম।”
স্যামির মতে, আন্তর্জাতিক ক্রিকেটেও সীমিত ওভারে খেলতে পারেন ফরহাদ।
“ও হয়ত খুব গতিময় নয়, তবে দারুণ কার্যকর। আরও কয়কজনের সঙ্গে নিজেকে দারুণভাবে তুলে ধরেছে ও, যারা বাংলাদেশের হয়ে খেলতে পারে সীমিত ওভারের ক্রিকেটে। আমার মনে হয়, নির্বাচকদের উচিত ওর দিকে তাকানো।”
রাজশাহী কিংসের হয়ে এবার ১৪ উইকেট নিয়েছে ফরহাদ, রান করেছেন ১০৪। স্যামি যেমনটি বলেছেন, পাওয়ার প্লে আর শেষের ওভারগুলোতে বরাবরই রাজশাহীর ভরসা ছিলেন ফরহাদ। রান সংখ্যা খুব বড় রান হলেও শেষ দিকে নেমে করেছেন গুরুত্বপূর্ণ কিছু রান।
৩০ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে খেলেছেন ৩৪টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি। সবশেষ খেলেছেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
-
ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
-
ব্যাটিং ঝলকের পর বল হাতেও বিধ্বংসী বুমরাহ, চাপে ইংল্যান্ড
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
-
ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
-
পটস-লিচদের মনোযোগ নাড়িয়ে সফল পান্ত
-
টেস্টে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাগারের
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- মুকুল বোস মারা গেছেন
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত