শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কোচ ল্যাঙ্গার

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কোচ হিসেবে থাকবেন জাস্টিন ল্যাঙ্গার। টেস্ট দলকে নিয়ে সে সময় ভারতে থাকবেন স্টিভেন স্মিথদের কোচ ড্যারেন লেম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2016, 11:04 AM
Updated : 9 Dec 2016, 11:04 AM

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ ল্যাঙ্গার এর আগে লেম্যানের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার কোচ হিসেবে কাজ করেছেন। লেম্যান বিশ্রাম নেওয়ায় গত জুনে ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিক ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে কোচ হিসেবে কাজ করে দলকে শিরোপা এনে দিয়েছিলেন তিনি।

অ্যাডিলেইডে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ২২ ফেব্রুয়ারি। পর দিন পুনেতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হবে। তাই সম্পূর্ণ দুটি ভিন্ন দল দরকার হবে তাদের।

এক প্রতিক্রিয়ায় সাবেক টেস্ট ব্যাটসম্যান ল্যাঙ্গার জানান, আবার জাতীয় দলের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি।

“আমি খুব রোমাঞ্চিত। আবার কাজের সুযোগ পেয়ে আমি খুব কৃতজ্ঞ।”

“আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া এখনও বৈশ্বিক কোনো শিরোপা জেতেনি। তাই যখনই এই সংস্করণে খেলার সুযোগ মেলে নিজেদের স্কিলের উন্নতি করাটা খুব জরুরি। শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ম্যাচ হবে খুব গুরুত্বপূর্ণ।”