ডাচদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে বাবর আজমের দল।
ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ারপথে স্যামির অন্যতম অস্ত্র ছিল গেইল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাস্তবতায় এখন গেই গেইলকেআটকানোর পথ খুঁজতে হচ্ছে স্যামিকে। বিপিএলের এলিমিনেটরে মঙ্গলবার গেইলের চিটাগং ভাইকিংসেরমুখোমুখি হবে স্যামির রাজশাহী।
ম্যাচের আগের দিন স্যামি জানালেন গেইলকে নিয়ে তাদের ভাবনা।