প্রথম কোয়ালিফায়ারে ঢাকার প্রতিপক্ষ খুলনা

ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে শেষ চার নিশ্চিত করা খুলনা টাইটানসই খেলবে সাকিব আল হাসানদের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। বিপিএলের এলিমিনেটর ম্যাচে খেলবে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2016, 03:52 PM
Updated : 6 Dec 2016, 09:43 AM

১৬ পয়েন্ট নিয়ে আগেই শীর্ষস্থান নিশ্চিত করেছিল সাকিব আল হাসানের ঢাকা। বাঁচা-মরার ম্যাচে তাদের ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা। মাহমুদউল্লাহর দলের পয়েন্ট ১৪।

আগামী মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ফাইনালে উঠার প্রথম লড়াইয়ে খেলবে ঢাকা-খুলনা। হেরে যাওয়া দল ফাইনালে উঠার আরেকটি সুযোগ পাবে। তারা বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের বিপক্ষে।

নিজেদের শেষ ম্যাচে চিটাগংকে হারিয়ে সেরা চার নিশ্চিত করা রাজশাহী আবার তামিম ইকবালদের মুখোমুখি হবে মঙ্গলবারের প্রথম ম্যাচে। জিতে যাওয়া দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। হেরে যাওয়া দলের টুর্নামেন্ট সেখানেই শেষ হবে।

চিটাগং (+০.২৩৩) ও রাজশাহীর (+০.২০৮) সমান ১২ পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে পঞ্চম স্থানে থেকে বিদায় নিল রংপুর রাইডার্স (-০.১০৬)। প্রথম ছয় ম্যাচের পাচটিতেই জেতা নাঈম ইসলামের দল পরের ছয় ম্যাচের মাত্র একটিতে জিতেছে।