ছক্কা নিয়ে মাশরাফি-মাহমুদউল্লাহর মজা

মাঠের লড়াই শেষ হতেই আবার যেন জাতীয় দলের সতীর্থ হয়ে গেলেন মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুই অধিনায়ক সংবাদ সম্মেলনে এলেন এক সঙ্গে। মাহমুদউল্লাহর ওভারে ছক্কা হাঁকানো নিয়ে মজাও করলেন দুই জনে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2016, 12:21 PM
Updated : 2 Dec 2016, 12:31 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবারের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহর খুলনা টাইটানসকে ৫ উইকেটে হারায় মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

একাদশ ওভারে ক্রিজে এসে রান-বলের সমীকরণ সহজ করতে পরের ওভারে মাহমুদউল্লাহকে দুটি ছক্কা হাঁকান মাশরাফি। কুমিল্লার অধিনায়ক অফ স্পিনারের মাথার ওপর দিয়ে উড়ানোর পর ডিপ মিডউইকেট দিয়ে আবার সীমানা পার করেন।

এই প্রসঙ্গেই বলতে গিয়ে খুনসুটিতে মেতে উঠেন জাতীয় দলের দুই সতীর্থ।

মাহমুদউল্লাহ মনে করেন, মাশরাফির শক্তির জায়গায় বল করে ভুলটা তিনিই করেছিলেন।  

“এক ওভারে দুই ছক্কার কৃতিত্বটা পাশের জনের। উনি অনুশীলনেও আমাকে ভালো মারেন। আজকে মাঠে বলছিলাম, আমাকে বেশি মারবেন না!”

পাশে বসে থাকা মাশরাফি এই সময়ে জানান, মাহমুদউল্লাহ নাকি তাকে ততটা চড়াও হতে না করেছিলেন, “আমাকে বলেছিল, দুইটার বেশি (ছক্কা) মারবেন না। একটা ব্যাট ঘুরিয়ে দেখিয়েছি, ব্যাটের কানায় লেগেছে (হাসি)।”

তৃতীয় বলটি নিজের জোনেই পেয়েছিলেন মাশরাফি। সেই বলটি সজোরে হাঁকালেও মাঝ ব্যাটে নিতে পারেননি। ব্যাটের কানায় লেগে নষ্ট হয় সুযোগ।

মাশরাফির কথা শেষ হতেই মাহমুদউল্লাহ যোগ করেন, “আমি ওয়াইড ইয়র্কার করতে চেয়েছিলাম, পারিনি। উনি ভালো বাস্তবায়ন করেছেন।”