৪ দিনেই জিতল ভারত
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2016 05:44 PM BdST Updated: 29 Nov 2016 05:47 PM BdST
মোহালি টেস্টে অনুমিত সহজ জয়ই পেয়েছে ভারত। সিরিজের তৃতীয় ম্যাচ চার দিনেই ৮ উইকেটে জিতেছে বিরাট কোহলির দল।
আঙুলের চোট নিয়ে দারুণ লড়াই করলেও ম্যাচ শেষ দিনে নিতে পারেননি তরুণ ইংলিশ ব্যাটসম্যান হাসিব হামিদ।
পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। আগামী ৮ ডিসেম্বর শুরু হবে চতুর্থ টেস্ট।
১০৩ রানের ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই মুরালি বিজয়কে হারায় ভারত। রানের খাতা খোলার আগেই ইংলিশ পেসার ক্রিস ওকসের বলে ক্যাচ দেন বিজয়।
দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পুজারার সঙ্গে পার্থিব প্যাটেলের ৮১ রানের জুটি ভারতকে জয়ের খুব কাছে নিয়ে যান। চারটি চার ২৫ রান করে ফিরে যান পুজারা।


এর আগে মঙ্গলবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ৪ উইকেটে ৭৮ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড।
কোনো রান যোগ করার আগেই ফিরে যান নাইটওয়াচম্যান গ্যারেথ ব্যাটি। বেন ডাকেটের বদলে দলে ফেরা জস বাটলারও পারেননি নিজের ইনিংস বড় করতে। আঙুলের চোটে ইনিংস উদ্বোধন করতে না পারা তরুণ হামিদ ব্যাটিংয়ে নামেন আট নম্বরে।
ম্যাচ শেষে অধিনায়ক অ্যালেস্টার কুক জানিয়েছেন, ভারত সফর শেষ হয়ে গেছে হামিদের। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে অস্ত্রোপচার করাতে হবে এই তরুণকে। ব্যাটিংয়ের সময়ও পেইনকিলার লেগেছে তার।
ইনিংস উদ্বোধন করতে নামা জো রুট হামিদের সঙ্গে ৪৫ রানের জুটিতে ভারতের আবার ব্যাটিংয়ে নামা নিশ্চিত করেন। ছয়টি চারে ৭৮ রান করে রুটের বিদায়ের পর হামিদের সঙ্গে জুটি বাধেন ওকস। দুই জনে গড়েন ৪৩ রানের জুটি।


শুরুতে শামির ওপর চড়াও হন হামিদ। পরে রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজাদেরও ছাড়েননি তিনি। স্লগ সুইপে ছক্কায় ১৪৭ বলে পৌঁছান অর্ধশতকে। দ্বিতীয় রান নিতে গিয়ে অ্যান্ডারসন রান আউট হওয়ার সময় হামিদ অপরাজিত ছিলেন ৫৯ রানে।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ২৩৬ রানে গুটিয়ে দিতে ৮১ রানে ৩ উইকেট নেন অফ স্পিনার অশ্বিন। দুটি করে উইকেট নেন জয়ন্ত যাদব, শামি ও ম্যাচ সেরা জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৮৩
ভারত ১ম ইনিংস: ৪১৭
ইংল্যান্ড ২য় ইনিংস: ৯০.২ ওভারে ২৩৬ (কুক ১২, রুট ৭৮, মইন ৫, বেয়ারস্টো ১৫, স্টোকস ৫, ব্যাটি ০, বাটলার ১৮, হামিদ ৫৯*, ওকস ৩০, রশিদ ০, অ্যান্ডারসন ৫; শামি ২/৩৭, উমেশ ০/২৬, অশ্বিন ৩/৮১, জাদেজা ২/৬২, জয়ন্ত ২/২১)
ভারত ২য় ইনিংস: ২০.২ ওভারে ১০৪/২ (বিজয় ০, প্যাটেল ৬৭*, পুজারা ২৫, কোহলি ৬*; অ্যান্ডারসন ০/৮, ওকস ১/১৬, রশিদ ১/২৮, স্টোকস ০/১৬, মইন ০/১৩, ব্যাটি ০/১৮)
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: রবিন্দ্র জাদেজা
সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে।
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার