বাউচার-হিলিকে ছাড়িয়ে শীর্ষে বেয়ারস্টো
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2016 05:43 PM BdST Updated: 28 Nov 2016 05:43 PM BdST
উইকেটের সামনে-পেছনে কাটছে অসাধারণ এক বছর। ব্যাট হাতে চূড়ায় উঠেছেন আগেই। এবার গ্লাভস হাতেও উঠে গেলেন শীর্ষে। কিপার-ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি রানের পর এবার এক বছরে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডও নিজের করে নিলেন জনি বেয়ারস্টো।
ভারতের বিপক্ষে মোহালি টেস্টের তৃতীয় দিনে এই মাইলফলক স্পর্শ করেন বেয়ারস্টো। উমেশ যাদবের উইকেট নিয়ে পঞ্চম শিকার ধরেন বেন স্টোকস, ক্যাচটি নিয়ে বেয়ারস্টো ছাড়িয়ে যান ইয়ান হিলি ও মার্ক বাউচারকে।
এই বছর এখনও পর্যন্ত ৬৮টি ডিসমিসাল হলো বেয়ারস্টোর। আগের রেকর্ড ছিল যৌথভাবে হিলি ও বাউচারের।
অনেকের মতেই সর্বকালের সেরা কিপার হিলি ৬৭ ডিসমিসাল করে রেকর্ড গড়েছিলেন ১৯৯৩ সালে। এই অস্ট্রেলিয়ান কিপারকে ১৯৯৮ সালে স্পর্শ করেন দক্ষিণ আফ্রিকার বাউচার।
হিলি রেকর্ড গড়া বছরে খেলেছিলেন ১৬ টেস্ট। বাউচার খেলেছিলেন ১৩ টেস্ট। বেয়ারস্টো ছাড়িয়ে গেলেন ১৫ টেস্টে।
২০০৪ সালে হিলি ও বাউচারের কাছাকাছি গিয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। শেষ পর্যন্ত থামতে হয়েছিল ১৪ টেস্টে ৬৬ ডিসমিসাল নিয়ে।
বেয়ারস্টোর আগে ইংল্যান্ডের হয়ে বছরে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড ছিল ৫৬টি। ২০১০ সালে যেটি গড়েছিলেন মাট প্রায়র।
সাফল্য প্রসবা চলতি বছরে নিজেকে নতুন উচ্চতায় তুলে নিচ্ছেন বেয়ারস্টো। ইতিহাসের মাত্র দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন এক পঞ্জিকাবর্ষে হাজার রান। পরে অ্যান্ডি ফ্লাওয়ারের (১ হাজার ৪৫ রান) রানের রেকর্ড ছাড়িয়ে এগিয়ে যান অনেক দূর (১ হাজার ৩৫৫)।
চলতি মোহালি টেস্টের পর এই বছর আরও দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। দুটি রেকর্ডই অন্যদের ধরাছোঁয়ার আরও বাইরে নেওয়ার সুযোগ পাবেন বেয়ারস্টো!
-
লিটনের পর সাকিবের বিদায়ে বিপদে বাংলাদেশ
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- লিটনের পর সাকিবের বিদায়ে বিপদে বাংলাদেশ
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল