সাঙ্গাকারা-জয়াবর্ধনের কাছে শিখছেন সাকিব

তারকাখচিত দলকে নেতৃত্ব দেওয়ার রোমাঞ্চ যেমন আছে, তেমনি আছে কিছু যন্ত্রণাও। সাকিব আল হাসানের এখন হচ্ছে সেই অভিজ্ঞতা। তবে সব মিলিয়ে কাজটি উপভোগই করছেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক। শিখছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনেদের কাছ থেকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2016, 01:40 PM
Updated : 26 Nov 2016, 01:41 PM

বিপিএলের বেশির ভাগ অধিনায়কই হিমশিম খান একাদশ সাজাতে। সেটি হচ্ছে সাকিবেরও, তবে অন্যভাবে। অধিনায়ক সাকিবের সমস্যা, তারকায় ভরা স্কোয়াড থেকে কাকে রেখে কাকে খেলাবেন! জয়াবর্ধনেই যেমন সুযোগ পেয়েছেন মাত্র দুটি ম্যাচে।

তবে এটি শুধু একটি দিক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে সাকিব তুলে ধরলেন মুদ্রার অন্য পিঠও।

“দুইটা দিক আছে। অনেক সময় অনেক সহজ এবং অনেক সময় অনেক কঠিন। স্বাভাবিকভাবেই যখন সবাই আইডিয়া দিতে থাকে তখন কনফিউজড হয়ে যাওয়ার চান্স থাকে। সেই সঙ্গে যখন কোনো আইডিয়া থাকে না তখন ওদের মাথা থেকে ভালো ভালো আইডিয়া বের হতে থাকে।”

তবে দুটি দিক মিলিয়েও এমন একটি দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা খুব উপভোগ করছেন সাকিব।

“অবশ্যই ভালো একটি অভিজ্ঞতা। সাঙ্গাকারা-মাহেলা ৮-১০ বছর তো অধিনায়কত্বই করেছে। অনেক কিছুই শেখার আছে ওদের কাছ থেকে, অনেক পরিস্থিতিতে। ওদের মতো খেলোয়াড় মাঠে থাকলে অবশ্যই অনেক কাজে লাগে।”