বেয়ারস্টোর লড়াইয়ের পরও ভারতের দিন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2016 06:22 PM BdST Updated: 26 Nov 2016 07:26 PM BdST
মোহালি টেস্টের প্রথম দিন বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করলেন ভারতের ফিল্ডাররা। কিন্তু জীবন পেলেও তা কাজে লাগাতে পারেননি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। দিনের অনেকটা সময় একপ্রান্ত আগলে রেখে লড়াই করেছেন জনি বেয়ারস্টো, তবে তা যথেষ্ট হলো না। বাকিদের প্রায় সবাই উইকেট ছুড়ে আসায় প্রথম দিনটি নিজেদের করে নিতে পারেনি অতিথিরা।
তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৬৮ রান। আদিল রশিদ ৪ ও গ্যারেথ ব্যাটি শূন্য রানে ব্যাট করছেন।
৫১ রানে ৩ উইকেট হারিয়ে বসা দলকে পথ দেখান পাঁচ নম্বরে নামা বেয়ারস্টো। বেন স্টোকস ও জস বাটলারের সঙ্গে পঞ্চাশ পেরুনো দুটি জুটি গড়েন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ছোট হলেও ক্রিস ওকস ও মইন আলির সঙ্গে গুরুত্বপূর্ণ আরও দুটি জুটি হয় তার। সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৮৯ রান করেন তিনি।
শনিবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ছিল সতর্ক। তার মধ্যেও সুযোগ তৈরি করেন মোহাম্মদ সামি। কিন্তু ফিল্ডারদের ব্যর্থতায় এই পেসারের বলে ৩ ও ২৩ রানে জীবন পান অধিনায়ক অ্যালেস্টার কুক।
উমেশ যাদবের দারুণ এক বলে গালিতে ক্যাচ দিয়ে ফিরেন হামিদ হাসিব। ইংল্যান্ডের বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র তিনিই নিজের উইকেট ছুড়ে আসেননি।
পানি বিরতির পর প্রথম বলেই ফিরেন জো রুট। জয়ন্ত যাদবের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটসম্যান।


চার নম্বরে উঠে আসা ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান পা দেন স্বাগতিকদের ফাঁদে। শামির বাউন্সারে ফাইন লেগে মুরালি বিজয়ের তালুবন্দি হন তিনি।
লাঞ্চের আগেই চার উইকেট হারানো ইংল্যান্ড প্রতিরোধ গড়ে জনি বেয়ারস্টো ও বেন স্টোকসের ব্যাটে। পঞ্চম উইকেটে এই দুই জনে গড়েন ৫৭ রানের জুটি। তাদের ব্যাটে যখন ইংল্যান্ড ভালো অবস্থানের দিকে যাচ্ছে তখনই হঠাৎ এগিয়ে এসে স্টাম্পড হয়ে ফিরেন স্টোকস।
বেন ডাকেটের বদলে এই টেস্টে খেলা বাটলার খেলছিলেন দারুণ। চলতি বছর মাত্র নিজের দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ব্যাটসম্যান ষষ্ঠ উইকেটে বেয়ারস্টোর সঙ্গে গড়েন ৬৯ রানের জুটি। তাদের দৃঢ়তায় এক সময়ে ইংল্যান্ডের স্কোর ছিল ২১৩/৫। সেখান থেকে সাড়ে তিনশ-চারশ’ রানে চোখ ছিল অতিথিদের।

দ্বিতীয় নতুন বলে ক্রিস ওকসকে বোল্ড করে ইংল্যান্ডের তিনশ’ রানকেই এখন দূরের পথ বানিয়ে ফেলেছেন উমেশ।
ভারতের উমেশ, জাদেজা ও জয়ন্ত দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৯০ ওভারে ২৬৮/৮ (কুক ২৭, হামিদ ৯, রুট ১৫, মইন ১৬, বেয়ারস্টো ৮৯, স্টোকস ২৯, বাটলার ৪৩, ওকস ২৫, রশিদ ৪, ব্যাটি ০*; শামি ১/৫২, উমেশ ২/৫৮, জয়ন্ত ২/৪৯, অশ্বিন ১/৪৩, জাদেজা ২/৫৬)
-
মুশফিক-লিটনের সেঞ্চুরি, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রেকর্ড জুটি
-
লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
-
পাকিস্তান ওয়ানডে দলে ফিরলেন শাদাব
-
ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
-
বুকে ব্যথা নিয়ে মাঠ থেকে হাসপাতালে কুসল মেন্ডিস
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
সর্বাধিক পঠিত
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- মুশফিক-লিটনের সেঞ্চুরি, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রেকর্ড জুটি
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- ঢাকায় গড়া ৭৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ‘মুজিব’ চলচ্চিত্রের বাজেট ৮৩ কোটি টাকা: বিএফডিসি