হ্যামিল্টনে বিপদে পাকিস্তান

নতুন বলে কাঁপিয়ে দিলেন টিম সাউদি, শেষ বেলায় জোড়া আঘাত হানলেন নিল ওয়াগনার। হ্যামিল্টন টেস্টে বিপদে পড়েছে পাকিস্তান। ৫ উইকেট হাতে থাকা দলটি পিছিয়ে আছে ১৯৫ রানে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2016, 07:48 AM
Updated : 26 Nov 2016, 07:48 AM

দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৭৬ রান। বাবর আজম ৩৪ ও সরফরাজ আহমেদ ৯ রানে ব্যাট করছেন।

পঞ্চম ওভারে জোড়া আঘাতে অতিথিদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সামি আসলাম ও আজহার আলিকে ফিরিয়ে দেন সাউদি। সাউদির দারুণ বোলিংয়ে বেশিক্ষণ টিকেননি অভিজ্ঞ ইউনুস খানও।

১৩ রানে ৩ উইকেট হারানো পাকিস্তান প্রতিরোধ গড়ে বাবর ও আসাদ শফিকের ব্যাটে। শফিককে বোল্ড করে ৩৯ রানের জুটি ভাঙেন ওয়াগনার। পরের বলে শূন্য রানে ফিরিয়ে দেন অভিষিক্ত মোহাম্মদ রিজওয়ানকে।

সাউদি ২৬ রানে নেন ৩ উইকেট। ওয়াগনার ২ উইকেট নেন ১৫ রানে।

এর আগে সেডন পার্কে ২ উইকেটে ৭৭ রান নিয়ে খেলা শুরু করে ১১৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে নিউ জিল্যান্ড। পেস সহায়ক উইকেটে পাকিস্তানের চার পেসারে গড়া আক্রমণের ঝাপটা সামলে ৫৫ রানের চমৎকার ইনিংস খেলেন জিত রাভাল। ৩৭ রান করে ফিরেন রস টেইলর। বেশি দূর যেতে পারেননি হেনরি নিকোলস। 

তবে টেলএন্ডারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২৭১ রান করে নিউ জিল্যান্ড।

পাঁচটি চারে ৩৭ রান করেন কলিন ডি গ্র্যান্ডহোম। তার সঙ্গে ৫১ রানের জুটিতে প্রাথমিক প্রতিরোধ গড়েন বিজে ওয়াটলিং। অপরাজিত থাকা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানই মিচেল স্যান্টনার, সাউদি, ম্যাট হেনরিদের নিয়ে দলকে পৌনে তিনশ’ রানের কাছাকাছি নিয়ে যান। 

৯৯ রানে ৪ উইকেট নেন পেসার সোহেল খান। ইমরান খান ৩ উইকেট নিতে খরচ করেন ৫২ রান।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৮৩.৪ ওভারে ২৭১ (রাভাল ৫৫, ল্যাথাম ০, উইলিয়ামস ১৩, টেইলর ৩৭, নিকোলস ১৩, গ্র্যান্ডহোম ৩৭, ওয়াটলিং ৪৯*, স্যান্টনার ১৬, সাউদি ২৯, হেনরি ১৫, ওয়াগনার ১; আমির ২/৫৯, সোহেল ৪/৯৯, ইমরান ৩/৫২, ওয়াহাব ১/৫৭, আজহার ০/৪)

পাকিস্তান ১ম ইনিংস: ২৯ ওভারে ৭৬/৫ (সামি ৫, আজহার ১, বাবর ৩৪*, ইউনুস ২, শফিক ২৩, রিজওয়ান ০, সরফরাজ ৯*; সাউদি ৩/২৬, হেনরি ০/১৩, গ্র্যান্ডহোম ০/২১, ওয়াগনার ২/১৫)